ঢাকা ১৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
মিস ইন্টারন্যাশনালে বাংলাদেশের জেসিয়া সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত মহাসম্মেলনে জনতার ঢল মাসে ৬০০ টাকায় যতবার খুশি ট্রেনে ঢাকা যাতায়াত টি-টোয়েন্টিতে বৈভবের বিশ্বরেকর্ড পঞ্চগড়ে ঝরছে কুয়াশা, তাপমাত্রা ১৪.২ ডিগ্রি আইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো ক্রোয়েশিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন ধামরাইয়ে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প ‎রাজধানীর মহাখালীতে ককটেল বিস্ফোরণ

ভোলার গ‌্যাস দে‌শের কা‌জে লাগা‌নো হ‌বে: ভোলায় শিল্প উপ‌দেষ্টা

#

১৪ নভেম্বর, ২০২৫,  10:28 PM

news image

আহসানুল হক সাদ্দাম : ভোলায় শিল্প উপ‌দেষ্টা আদিলুর রহমান খান ব‌লে‌ছেন, ভোলায় প্রচুর গ‌্যাস র‌য়ে‌ছে। দে‌শের অন‌্য জেলায় তো এত গ‌্যাস পাওয়া যা‌চ্ছেনা। ভোলার সেই গ‌্যাস আমরা  দে‌শের কা‌জে লাগা‌বো। ভোলার গ‌্যাস দি‌য়ে ভোলায়ই সার কারখানা স্থাপনা‌নের প‌রিকল্পনা র‌য়ে‌ছে। তার সম্ভাব্যতা যাচাই চল‌ছে।  শুক্রবার (১৪ নভেম্বর) দুপু‌রে ভোলা সদর উপ‌জেলার ভেদু‌রিয়া ফে‌রিঘাট সংলগ্ন এলাকায় ইউরিয়া সার কারখানা স্থাপ‌নের প্রস্তা‌বিত ২ টি স্থান প‌রিদর্শন শে‌ষে তি‌নি সাংবা‌দিক‌দের এসব কথা ব‌লেন।  এসময় তার সা‌থে প‌রিদর্শনে আরো ছি‌লেন বিদ‌্যুৎ, জ্বালা‌নি ও খ‌নিজ সম্পদ উপদেষ্টা মো: ফাওজুল ক‌রিম খান ও বা‌ণিজ‌্য, বস্ত ও পাট উপ‌দেষ্টা শেখ ব‌শির উদ্দীন ।  তি‌নি আরো ব‌লেন, ভোলায় সার কারখানা স্থাপনার জন‌্য আমরা ইতোম‌ধ্যে দুই স্থান প‌রিবদর্শন ক‌রে‌ছি। আশা ক‌রি জ‌মি অ‌ধিগ্রহণ কর‌তে হ‌বে না। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম