ঢাকা ৩১ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনের বার্ষিক সুন্নি এস্তেমা ভোটকেন্দ্র দখল করলে একজনও বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী বগুড়া বিএনপির ঘাঁটি, এর দায়িত্ব আপনাদের সঁপে দিলাম: তারেক রহমান জামায়াতের মুখে একটা, আর গোপনে বৈঠক করে ভারতের সঙ্গে: চরমোনাই পীর ভুটানের জালে ১১ গোল দিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ: আইসিসি-বাংলাদেশ দ্বন্দ্বে নিজেদের অবস্থান পরিষ্কার করল শ্রীলঙ্কা ৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরাইল বগুড়ায় জেলা বিএনপির মতবিনিময় সভায় তারেক রহমান বিএনপি সরকারে গেলে পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট দেবে: মাহদী আমিন স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয় : মির্জা ফখরুল

ভূমিকম্পের আঘাত এবার যুক্তরাষ্ট্রে

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ ফেব্রুয়ারি, ২০২৩,  9:22 PM

news image

তীব্র শীতের মধ্যে এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে ৩ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদফতরের বরাতে সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, স্থানীয় সময় সকাল সোয়া ৬টার দিকে বাসিন্দারা কম্পন অনুভব করেন। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি-না জানা যায়নি। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পশ্চিম সেনেকা থেকে ১ দশমিক ৩ মাইল পূর্ব-উত্তরপূর্বে। ভূমিকম্পের পর এরি কাউন্টির এক্সিকিউটিভ মার্ক পোলোনকার্জ কাউন্টি ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, উত্তরে নায়াগ্রা জলপ্রপাত এবং দক্ষিণে অর্চার্ড পার্ক পর্যন্ত একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিকে, তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহত হয়েছেন প্রায় ১ হাজার ৬০০ মানুষ। আহত হয়েছেন ৬ হাজারের বেশি। তুর্কি প্রশাসনের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ভূমিকম্পে তুরস্কে ১ হাজার ১৪ জন নিহত এবং ৫ হাজার ৩৮৩ জন আহত হয়েছেন। এছাড়া সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ভূমিকম্পে ৫৮২ জনের বেশি নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ান্তেপ প্রদেশের নূরদাগি শহরের পূর্বাঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্প। অঞ্চলটি সিরিয়ার সীমান্তবর্তী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম