ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

ভুয়া খবরে ক্ষোভ প্রকাশ করে যা বললেন ববিতা

#

বিনোদন প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০২৫,  10:42 AM

news image

বাংলা সিনেমার স্বর্ণযুগের নায়িকা ফরিদা আক্তার ববিতা আগেও একাধিকবার জানিয়েছেন, ফেসবুকে তার কোনও একাউন্ট নেই। তবুও একাধিকবার ফেসবুকের কারণেই ‘বিব্রতকর অবস্থায়’ পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন এই অভিনেত্রী। এবার ফেসবুকে ছড়িয়েছে, 'নায়িকা ববিতা অসুস্থ'। এমন খবরে কিছুটা ক্ষোভই প্রকাশ করেছেন তিনি। ববিতা বললেন, "এটা ভুয়া খবর। ফেইক একাউন্ট থেকে ফেইসবুকে এই পোস্ট করা হয়েছে। কেউ আমার নাম ব্যবহার করে ফেসবুক আইডি থেকে এই খবর ছড়িয়েছে।" তিনি ‘ফেসবুক ব্যবহার করেন না’ বলেও ফের জানিয়েছেন। ববিতা বলেন, "আমি তো আগেও অনেকবার বলেছি, আমি ফেইসবুক ব্যবহার করি না। যারা এসব ভূয়া খবর ছড়ায়, তারা কেন করে? কী লাভ হয় তাদের? এসবের কারণে আমাকে খুব বিব্রতকর অবস্থায় পড়তে হয়।" স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলে অনিককে নিয়েই ববিতার সংসার। ছেলেকে লেখাপড়াও করিয়েছেন কানাডায়। বছরের অনেকটা সময় ছেলের সঙ্গেই থাকেন তিনি। ববিতা জানিয়েছেন, তিনি এখন সুস্থ আছেন এবং ঢাকার বাসাতেই আছেন। ১৯৬৮ সালে জহির রায়হানের ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিষেক ঘটে ববিতার। সেখানে রাজ্জাক-সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন তিনি। চলচ্চিত্র জগতে তার প্রথম নাম ছিল ‘সুবর্ণা’। জহির রায়হানের ‘জ্বলতে সুরজ কি নিচে’ চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই তার নাম ‘ববিতা’ হয়। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘অনঙ্গ বউ’ চরিত্রে অভিনয় করে দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও পরিচিতি পান তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে চারবার, পার্শ্ব অভিনেত্রী হিসেবে দুইবার ও প্রযোজক হিসেবে একবার পুরস্কার পেয়েছেন ববিতা। ২০১৬ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মানায় ভূষিত করা হয়। দীর্ঘ ক্যারিয়ারে ‘পোকা মাকড়ের ঘর বসতি’, ‘রামের সুমতি’, ‘এক মুঠোভাত’, ‘অনন্ত প্রেম’, ‘লাঠিয়াল’, ‘লাইলী মজনু’, ‘দূরদেশ’, ‘ফুলশয্যা’, ‘বেহুলা লক্ষিন্দর’ মিলিয়ে প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন ববিতা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম