ঢাকা ০১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
কাপাসিয়ায় মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ লক্ষ্মীপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনের বার্ষিক সুন্নি এস্তেমা ভোটকেন্দ্র দখল করলে একজনও বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী বগুড়া বিএনপির ঘাঁটি, এর দায়িত্ব আপনাদের সঁপে দিলাম: তারেক রহমান জামায়াতের মুখে একটা, আর গোপনে বৈঠক করে ভারতের সঙ্গে: চরমোনাই পীর ভুটানের জালে ১১ গোল দিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ: আইসিসি-বাংলাদেশ দ্বন্দ্বে নিজেদের অবস্থান পরিষ্কার করল শ্রীলঙ্কা ৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরাইল বগুড়ায় জেলা বিএনপির মতবিনিময় সভায় তারেক রহমান বিএনপি সরকারে গেলে পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট দেবে: মাহদী আমিন

ভারতে ফের বাড়ছে করোনা, ৩ রাজ্যে মাস্ক বাধ্যতামূলক

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ এপ্রিল, ২০২৩,  2:24 PM

news image

ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ। গত কয়েকদিনে দেশটির বিভিন্ন রাজ্যে রেকর্ড করোনা রোগী শনাক্ত হয়েছে। তাই দেশটির ৩ রাজ্যে ফের মাস্ক পরা বাধ্যতামূলক করে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সরকার। রাজ্য তিনটি হলো, হরিয়ানা, কেরালা ও পুদুচেরি। রোব এদিকে, সরকারি ও বেসরকারি উভয় ধরনের হাসপাতালের করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় জরুরি প্রস্তুতি মূল্যায়নের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেছেন, সরকার করোনা মোকাবিলায় প্রস্তুত রয়েছে। হাসপাতালে আইসিইউ, অক্সিজেন সরবরাহ এবং অন্যান্য সব বিষয়েও প্রস্তুতি রয়েছে। করোনার চতুর্থ ঢেউয়ের বিষয়ে ভারতের স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের সবার সতর্ক হওয়া দরকার। করোনার শেষ সংক্রমণ ছিল ওমিক্রনের BF.7 সাব-ভেরিয়েন্ট। আর এখন XBB1.16 সাব-ভেরিয়েন্টের সংক্রমণ বাড়ছে। 

হরিয়ানা

হরিয়ানা সরকার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উন্মুক্ত স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে।  শনিবার এক বিষয়ে নির্দেশনা জারি করে রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তর।একইসঙ্গে রাজ্যের জনসাধারণকে করোনা-বিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

কেরালা

করোনার নতুন উপ-ধরনের সংক্রমণ বাড়ায় কেরালায় অন্তঃসত্ত্বা নারী, বয়স্ক ও জটিল রোগে আক্রান্তদের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে রাজ্য প্রশাসন।করোনা পরিস্থিতি মূল্যায়ন করে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বলেছেন, করোনায় সম্প্রতি যাদের মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগই ৬০ বছরের বেশি বয়সী এবং তারা ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।

পুদুচেরি

করোনা সংক্রমণ ঠেকাতে পুদুচেরিতেও উন্মুক্ত স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। শনিবার রাজ্য সরকার এক বিবৃতিতে হাসপাতাল, হোটেল, রেস্তোরাঁ, মদের দোকান, বিনোদন কেন্দ্র, সরকারি অফিস এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে সবাইকে মাস্ক পরার নির্দেশনা দেয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম