ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
১৯ ডিসেম্বর, ২০২৪, 11:45 AM
ক্রীড়া প্রতিবেদক
১৯ ডিসেম্বর, ২০২৪, 11:45 AM
ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের সুপার ফোরে ভারতের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার কুয়ালালামপুরে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৮০ রানে থামে। জবাবে ২ উইকেট হারিয়ে ও ১২.১ ওভারেই জয় তুলে নেয় ভারত। টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে কোনো ব্যাটারই হাল ধরতে পারেননি। সর্বোচ্চ ১৪ রান করেন মোসাম্মত ইভা। হাবিবা ইসলাম করেন ১১ রান। ভারতের বোলার আইয়ুশি শুকলার ৩টি উইকেট পান। দুটি উইকেট লাভ করেন সোনাম যাদব। ৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার গঙ্গাদি তৃষার অপরাজিত ফিফটিতে ভর করে জয় পায় ভারত। এই ব্যাটার ৪৬ বলে ১০টি চারে ৫৮ রান করেন। বাংলাদেশ বোলার আনিসা আক্তার সোবা ২টি উইকেট লাভ করেন।