ভারতকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক
০১ নভেম্বর, ২০২১, 11:37 AM
স্পোর্টস ডেস্ক
০১ নভেম্বর, ২০২১, 11:37 AM
ভারতকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড
দাপুটে বোলিংয়ে ভারতকে অল্পতেই থামিয়ে দেয় নিউজিল্যান্ড। জয়ের জন্য কিউইদের দরকার ছিল মাত্র ১১১ রান। এই রান তুলতে খুব একটা বেগ পেতে হলো না কেইন উইলিয়ামসনদের। ছোট লক্ষ্য তাড়ায় সহজেই জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। কিউইদের কাছে এই হারে সেমিফাইনালে উঠার পথ কঠিন হয়ে গেল ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। চলমান বিশ্বকাপে এটি কিউইদের প্রথম জয়। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরেছিল তারা। অন্যদিকে এই নিয়ে দুই ম্যাচ খেলে দুটিতেই হার দেখল বিরাট কোহলির ভারত। আজ রোববার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১১০ রানের সংগ্রহ গড়ে ভারত। টপ অর্ডারদের ব্যর্থতার দিনে দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন রবীন্দ্র জাদেজা। জবাব দিতে নেমে ৩৩ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ১৪.৩ ওভারে ১১১ রান করে উইলিয়ামসনের দল। রান তাড়ায় শুরু থেকেই দারুণ ছন্দে ছিল কিউইরা। ওপেনার মার্টিন গাপটিল ২০ রানে ফিরলেও মিচেল ও উইলিয়ামসনের ব্যাটে হেসেখেলে জয় তুলে নেয় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন মিচেল। ৩৫ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় দিয়ে। এ ছাড়া উইলিয়ামসনের ব্যাট থেকে এসেছে ৩১ বলে ৩৩ রান। শেষ দিকে নেমে ডেভন কনওয়ে করেন ২ রান। এর আগে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ইনিংসের শুরুতেই হোঁচট খায় ভারত। ওপেনিংয়ে পরিবর্তন এনেও সাফল্য পায়নি তারা। রোহিত শর্মার সঙ্গে মাঠে নামা ইষান কিষান হতাশ করেন। দলীয় ১১ রানেই ট্রেন্ট বোল্ডের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। ৮ বলে ৪ রান করেন ইষান। অবশ্য শুরুতেই আউট হতে পারতেন রোহিত শর্মাও। কিন্তু সীমানার কাছে রোহিতকে জীবন দেন কিউই তারকা অ্যাডাম মিলনে। জীবন পাওয়ার সুযোগ কাজে লাগাতে পারলেন না রোহিত। ১৪ রানে তাঁকে থামিয়ে দেন ইশ শোধি। কিউই বোলারের সাদামাটা ডেলিভারিতে টাইমিংয়ে গড়বড় করেন ভারতীয় ওপেনার। ব্যাটের কানায় লেগে বল চলে যায় সীমানার কাছে। সেখানে থাকা মার্টিন গাপটিল ক্যাচ নিতে ভুল করলেন না। এর মাঝে লোকেশ রাহুলও ফিরে যান। ১৮ রানের মাথায় তাঁকে বিদায় করেন টিম সাউদি। দলের বিপর্যয়ের সময়ে দায়িত্ব নিতে পারেননি বিরাট কোহলি। ১১তম ওভারের প্রথম বলে তাঁকেও হারায় ভারত। দলীয় ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত। টপ অর্ডারদের দ্রুত হারিয়ে ফেলা ভারতকে আরও চেপে ধরেন কিউই বোলাররা। মাঝে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন পন্ত। তাঁকেও টিকতে দিলেন না কিউইরা। ১৯ বলে ১২ রান করে বিদায় নেন পন্ত। অভিজ্ঞ ব্যাটসম্যানদের হারানোর পর জুটি বাঁধেন হার্দিক পান্ডিয়া ও জাদেজা। কিন্তু এই জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ১১০ রান তুলতে পেরেছে ভারত। নিউজিল্যান্ডের হয়ে বল হাতে ২০ রান দিয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। ১৭ রান খরচায় দুই উইকেট নেন ইশ শোধি। একটি করে নিয়েছেন টিম সাউদি ও অ্যাডাম মিলনে।