ঢাকা ১৫ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
কিশোরি হেনস্থার মামলায় নিউইয়র্কে বাংলাদেশি গ্রেফতার ভুল তথ্য ছড়ানোর মাধ্যম হয়ে উঠছে এআই চ্যাটবট সিলেটের যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না চুরি হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সিএ প্রেস উইং অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েছে, বৃষ্টির মতো ঝরছে শিশির ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’ রোহিঙ্গা ক্যাম্পে সড়ক দুর্ঘটনায় নারী এনজিও কর্মী নিহত গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত আরও ৬১

ব্রাজিলে এক্সের কার্যক্রম বন্ধের ঘোষণা

#

১৮ আগস্ট, ২০২৪,  3:14 PM

news image

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। ‘অবিলম্বে’ এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, গতকাল শনিবার ভুয়া তথ্য মোকাবিলায় সামাজিক যোগাযোগমাধ্যমটির অধিকার ও দায়িত্ব নিয়ে ব্রাজিলের অন্যতম শীর্ষ বিচারকের সঙ্গে আইনি লড়াইয়ের পর এক্স কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ আগে ‘টুইটার’ নামে পরিচিত ছিল। ২০২২ সালে মালিকানা পরিবর্তন হওয়ার পর নতুন নাম হয় ‘এক্স’।  গতকাল শনিবার এক্স কর্তৃপক্ষ এক পোস্টে জানিয়েছে, ‘আমরা গভীরভাবে দুঃখিত যে আমাদের এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। এর দায় শুধু ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দে মোরায়েসের ওপর বর্তায়।’ জানা গেছে, চলতি বছরের শুরুর দিকে বেশকিছু অ্যাকাউন্ট বন্ধ করে দিতে এক্সকে নির্দেশ দেন বিচারক আলেকজান্দ্রে। এসব অ্যাকাউন্ট থেকে মিথ্যা সংবাদ ও ঘৃণামূলক বার্তা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এর মধ্যে কিছু অ্যাকাউন্ট ব্রাজিলের সাবেক উগ্র ডানপন্থি প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকদের ছিল। ২০২২ সালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরে যান বলসোনারো। এরপর বলসোনারো ব্রাজিলের নির্বাচনব্যবস্থায় ত্রুটি থাকার অভিযোগ তোলেন। বিশেষ করে বারাবার ইলেকট্রিক ভোটিং মেশিনে জালিয়াতির ‘মিথ্যা অভিযোগ’ করেন। এ সময় বলসোনারোর সমর্থকরা কংগ্রেস ভবন, সুপ্রিম কোর্টসহ ব্রাজিলের শীর্ষ প্রতিষ্ঠানগুলোয় ভাঙচুর চালান। এ বিষয়ে ব্রাজিলের সুপিরিয়র ইলেকটোরাল ট্রাইব্যুনালের সভাপতি বিচারক আলেকজান্দ্রে বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা মানে আগ্রাসনের স্বাধীনতা নয়। স্বৈরশাসনকে রক্ষার স্বাধীনতা নয়।’ পরে এক্সের মালিক ইলন মাস্কের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নেন বিচারক আলেকজান্দ্রে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম