ঢাকা ১২ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
গলাচিপায় নলুয়াবাগী খাল দখল, জলাবদ্ধতায় কৃষকের সর্বনাশ: সুইস গেটের আশ্বাস সারা দেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরি হচ্ছে: আইজিপি ছেলের পরকীয়া ঠেকাতে মায়ের ফোন, ‘বিমানে বোমা আছে’ ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিটফোর্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নোয়াখালীতে নামছে পানি, বাড়ছে দুর্ভোগ চাঁদাবাজদের কবল থেকে ব্যবসায়ীদের রক্ষা করব: নাহিদ প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গৃহবধূর গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ মিডফোর্ডে ব্যবসায়ী হত্যার বিচার দ্রুত করা হবে : আসিফ নজরুল

ব্রণ ও দাগছোপ দূর করবে করলা

#

লাইফস্টাইল ডেস্ক

২৩ মে, ২০২৪,  1:53 PM

news image

ব্রণ ও দাগছোপ দূর করবে করলার ফেসপ্যাক মুখের যেকোনো দাগ অনেকসময় আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। তাই ব্রণ থেকে মুক্তি পেতে আমরা নানা রকমের চিকিৎসা পদ্ধতির সাহায্য নিয়ে থাকি। হাজার হাজার টাকা খরচ করে বিভিন্ন ধরণের রাসায়নিক উপাদান ব্যবহার করেও কাজ হয় না। তবে এক্ষেত্রে বেশ কার্যকরী একটি উপাদান রয়েছে। যা আমরা সবজি হিসেবে খেয়ে থাকি। আর তা হলো করলা। হ্যাঁ ঠিকই পড়ছেন। ত্বকের যত্নে করলা বেশ কার্যকরী।

বাড়িতে খাবার মেনুতে করলার তৈরি পদ থাকলে হয়তো খাওয়ার ইচ্ছাটা চলে যায়। কারণ এই তিতা সবজি অনেকেরই অপছন্দ। তিক্ত স্বাদের জন্য করলার তৈরি খাবার ভালবাসেন না অনেকে। আপনিও কি সেই দলে পড়েন? যদি তাই হয় তাহলে বলবো করলার তৈরি খাবার ভালো না বাসলেও চলবে, কিন্তু করলাকে ভালোবাসুন। কারণ এই সবজির মধ্যেই লুকিয়ে রয়েছে সুন্দর ও নিখুঁত ত্বকের রহস্য।

করলাতে ভিটামিন সি, বিটা-ক্যারোটিনের মতো উপাদান রয়েছে, যা ত্বকের স্বাস্থ্য উন্নত করে। এই সবজি ত্বককে টানটান রাখতে সাহায্য করে। ত্বকের সৌন্দর্য ধরে রাখতে করলার জুড়ি মেলা ভার। তবে ঠিক কী উপায়ে করলা ব্যবহার করলে ত্বকের সমস্যা কমবে তা অনেকেই জানেন না। তাই আজকের প্রতিবেদনে ত্বকের যত্নে করলার ব্যবহার সম্পর্কে টিপস দেওয়া হলো:

শসা ও করলার ফেসপ্যাক

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এই ফেসপ্যাক। শসা ও করলা একসঙ্গে পেস্ট করে সরাসরি মুখে মাখতে পারেন। এছাড়া এই পেস্ট থেকে রস বের করে সেটাও মুখে মাখতে পারেন। ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।

নিম, হলুদ ও করলার ফেসপ্যাক

নিম ও হলুদ দুটোই ত্বকের জন্য উপকারী। ত্বকের সমস্যা কমাতে এবং ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে উপকারী নিম ও হলুদ। আর এই করলা মেশালে উপকার মিলবে দু’গুণ। নিম পাতা ও করলা একসঙ্গে পেস্ট করে নিন। এর সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে মুখে মাখতে পারেন। এই ফেসপ্যাক ব্রণ থেকে মুক্তি দেবে।

ডিম, দই ও করলার ফেসপ্যাক

ত্বকের বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে ডিম। অন্যদিকে, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং দাগছোপ কমাতে সাহায্য করে দই। এর সঙ্গে করলা পেস্ট করে নিন। এতে ডিমের সাদা অংশ মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। ২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম