ঢাকা ০৭ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
হ্যাকড হওয়া ফেসবুক ও ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট উদ্ধারে মেটার নতুন উদ্যোগ ভোট দিতে ২ লাখ ২৩ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু “দুর্যোগ ও সংকটে প্রস্তুত থাকতেই হবে”— মৌলিক প্রশিক্ষণার্থীদের উদ্দেশে আনসার মহাপরিচালক বিশ্বমণ্ডলে আলোচনায় বাংলাদেশ শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজের শিক্ষার্থীদের পদযাত্রা কেজিতে ২০ টাকা কমলো দেশি পেঁয়াজের দাম ফরিদপুরে গভীর রাতে সড়কে ঝরল ৩ জনের প্রাণ কনকনে শীতে কাবু পঞ্চগড়, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন, ২৩ জনের প্রাণহানি

বোয়ালখালীতে মাদক সেবনে তিন যুবকের কারাদণ্ড

#

১০ নভেম্বর, ২০২৫,  10:35 AM

news image

গোমদণ্ডী ফুলতলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান—দোষ স্বীকারে দুইজনের ১৪ দিন, একজনের ৭ দিনের সাজা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মাদক সেবনের অপরাধে তিন যুবককে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বোয়ালখালী পৌরসভার গোমদণ্ডী ফুলতলায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা। দণ্ডপ্রাপ্তরা হলেন—বোয়ালখালী পৌর সদরের আবুল কালামের পুত্র মোহাম্মদ ওসামা বিন হোসাইন জিয়া (২২), আবু সাঈদের পুত্র নাজমুল হাসান (১৯) এবং পশ্চিম গোমদণ্ডীর মৃত নুরুন্নবীর পুত্র মোহাম্মদ নায়েম উদ্দিন (২৫)। ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা জানান, মাদকদ্রব্য সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অপরাধে তাদের আটক করা হয়। পরবর্তীতে তারা দোষ স্বীকার করে ভবিষ্যতে মাদক থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। দোষ স্বীকারের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৯(১)(গ) ধারায় দুইজনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ঘ’ সার্কেলের উপপরিদর্শক একে এম আজাদ উদ্দিন বলেন, গোমদণ্ডী ফুলতলা এলাকা থেকে ইয়াবা সেবনের সময় তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে মাদক সেবনের কিছু সরঞ্জামও জব্দ করা হয়েছে। স্থানীয়দের মতে, প্রশাসনের এ ধরনের অভিযান মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম