ঢাকা ২৬ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
এখনো পুড়ছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট দেশের কৃষিজমি দ্রুত হ্রাস পাচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৬৩৩ নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত: রিজভী উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন শেখ হাসিনার প্লট দুর্নীতি মামলার রায়ের তারিখ ঘোষণা ৭০ বছর বয়সে কোরআন হিফজ করলেন সৌদি নারী শাজাহানপুরে এক নারীর ঝুলন্ত ও তার দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ বিসিএস প্রার্থীদের ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফশিল: ইসি সানাউল্লাহ

বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক কার্তিক পূজা মন্ডপ পরিদর্শন

#

১৮ নভেম্বর, ২০২৫,  3:14 PM

news image

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে সনাতনী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী কার্তিক পূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও দেশের অন্যতম সংগঠন একুশে পদক প্রাপ্ত, উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক " বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী"র নেতৃবৃন্দ। সোমবার (১৭ নভেম্বর) রাত ৯টায় উপজেলার পূর্ব গোমদন্ডী ৪নং ওয়ার্ডের দাশপাড়া মায়ের উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত সার্বজনীন শ্রী শ্রী কার্তিক পূজা উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ও  পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- প্রখ্যাত ঢোলবাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত "বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী"র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী, সংগঠক, কবি ও সাংবাদিক বিপ্লব জলদাস ও সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রথম প্রতিষ্ঠা উদ্যোক্তা সাংবাদিক অধীর বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, সমাজকর্মী পিন্টু সরকার, শিল্পী শ্যামাপ্রসাদ দাশগুপ্ত প্রমূখ। পরিদর্শনকালে শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ সকলকে কার্তিক পুজার শুভেচ্ছা জানিয়ে বলেন- প্রতিটি ধর্মই কিছু মৌলিক নীতি বা শিক্ষা প্রদান করে যার মূল উদ্দেশ্য হলো মানবতাকে উন্নত করা, যেমন সহানুভূতি, দয়া, ন্যায়বিচার এবং একে অপরের প্রতি ভালোবাসা। যদিও এই নীতিগুলির প্রকাশের ধরণ ও ব্যাখ্যা ভিন্ন হতে পারে, প্রতিটি ধর্মই মানুষকে ভালো কাজ করতে এবং সমাজের প্রতি দায়িত্বশীল হতে উৎসাহিত করে।  এসময় নেতৃবৃন্দরা এ সমস্ত পূজা-অর্চনার মধ্য দিয়ে স্ব স্ব ধর্ম ও পূজার মহৎ নীতি ও  আদর্শে উজ্জীবীত হওয়ার সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম