ঢাকা ২৩ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
সিলেট টেস্টে দায়িত্ব পালনকালে বিসিবির নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু ফিরে গেলেন শিক্ষা উপদেষ্টা, অনশনে অনড় কুয়েট শিক্ষার্থীরা অর্থপাচারকারী ৭০ ভিআইপিকে শনাক্ত করেছে দুদক অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় অভিযোগ গঠন কত বেতন বাড়ল আউটসোর্সিং কর্মীদের কাশ্মীরে হামলা: সৌদি সফর সংক্ষিপ্ত করলেন মোদি, ফিরেই জরুরি বৈঠকে স্বর্ণের বাজারে অশনি সংকেত কাশ্মীরে দুই অস্ত্রধারীকে গুলি করে হত্যার দাবি ভারতীয় সেনাবাহিনীর ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচি কাল

#

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২৪,  2:33 PM

news image

আন্দোলনে হতাহতদের স্মরণে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সারা দেশে শহীদি মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে কাল (বৃহস্পতিবার) সারা দেশে শহীদি মার্চ পালন করা হবে। বিকেল ৩টায় রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয়ভাবে শুরু হবে এ কর্মসূচি। সারজিস জানান, রাজু ভাস্কর্য থেকে শুরু করে নিউমার্কেট, মানিক মিয়া এভিনিউ, কারওয়ান বাজার ও শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে শহীদি মার্চ। সংবাদ সম্মেলনে আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, জাতীয় নিরাপত্তার জন্য কাজ করবে ছাত্র আন্দোলন। তবে আইন নিজের কাঁধে তুলে নেয়া যাবে না। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, যারা হত্যার সাথে জড়িত তাদের ছাড় দেয়া হবে না। তাদের চিহ্নিত করতে আমরা একটি টিম গঠন করছি। জনগণ যেভাবে চায়, সেভাবে গঠন হবে আগামীর বাংলাদেশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী পুনর্গঠিত হবে। উদ্দেশ্য হবে চাঁদাবাজি, দুর্নীতি প্রতিরোধ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম