ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

বেতন-ভাতা পাননি নারী ফুটবলাররা

#

ক্রীড়া প্রতিবেদক

২৯ মার্চ, ২০২৫,  12:02 PM

news image

আবারো নেতিবাচক কারণে আলোচনায় বাংলাদেশ নারী ফুটবল। তবে, এবারের পুরো দায় ফেডারেশনের। সূত্রের খবর, ঘটা করে ৩৬ ফুটবলারের সঙ্গে চুক্তি করলেও ঈদের আগে কোনো বেতন-ভাতা পাচ্ছেন না নারীরা। যদিও, বাফুফের দাবি সব প্রক্রিয়া প্রস্তুত থাকলেও ব্যাংকিং জটিলতার কারণে যথা সময়ের ফুটবলারদের পাওনা পরিশোধ হয়নি। ছুটি কাটিয়ে ক্যাম্পে ফিরলে এক সঙ্গে ৩৬ ফুটবলারকে বেতন দেয়ার নিশ্চয়তাও দিয়েছেন তারা। ঈদের আনন্দ আছে সবার। ব্যতিক্রম নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা ও কর্মচারীরাও। পরিবারের জন্য কেনাকাটা ও বিশেষ মুহূর্ত উপভোগের জন্য নির্ধারিত সময়ে সবাইকে বেতন বোনাস দিয়েছে বাফুফে। তবে যাদের জন্যই এই ফুটবল ফেডারেশন, ঈদ নেই শুধু তাদের। তা না হলে চুক্তির মেয়াদের একমাসের বেশি পার হলেও কেন বেতন পাবেন না নারী ফুটবলাররা। তা নিয়ে যেন ভ্রুক্ষেপ নেই কারোই। গত ১০ ফেব্রুয়ারি সাবিনা-কৃষ্ণা-মারিয়াদের ছাড়া ৩৬ ফুটবলারদের সঙ্গে বেশ ঘটা করে নতুন চুক্তি করেছিল বাফুফে। এরই মাঝে কেটে গেছে অনেক সময়। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচও খেলেছে আফেঈদা খন্দকাররা। তবে নতুন চুক্তি হলেও বাফুফের সূত্রের খবর ব্যাংকিং জটিলতার কারণেই নাকি নিজেদের পাওনা পাননি ফুটবলাররা। বাফুফের এক কর্মকর্তা জানান চুক্তির পর নারী ফুটবলারদের বলা হয়েছিল ব্যাংক অ্যাকাউন্ট খুলতে। কিছু ফুটবলাররা তা না করায় পুরো দলকে বেতন দিতে পারেনি ফেডারেশন। তবে নারী ফুটবলারদের বেতনের অর্থ প্রস্তুত রেখেছে ফেডারেশন। ঈদের ছুটি কাটিয়ে ক্যাম্পে ফিরলেই সঙ্গে সঙ্গে তা পরিশোধ করা হবে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, নারী ফুটবলারদের পৃষ্ঠপোষক একটি ব্যাংকিং প্রতিষ্ঠান। আর্থিক ব্যবস্থাপনা আগে থেকেই প্রস্তুত থাকলে কেন বেতন দিতে পারেনি ফেডারেশন। এর আগেও কাজী সালাহউদ্দিনের সময় ঈদের আগে বেতন নিয়ে এমন কাণ্ড ঘটেছে কয়েকবার। তবে সেখান থেকে শিক্ষা নেয়নি ফেডারেশন। বরং সেই ভুলের পুনরাবৃত্তি করলো বাফুফের নারী কমিটি। শুধু ফুটবলাররাই নন, বেতন পাননি রেফারিরাও। দীর্ঘদিন ধরেই চলমান এই সমস্যা । ফেডারেশন প্রতিশ্রুতি দিলেও রাখতে পারছে না। অন্তত ঈদের আগে নিজেদের প্রাপ্য সম্মানী প্রত্যাশা করেছিলেন রেফারিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম