ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

বেড়াতে নেওয়ার কথা বলে শিশুকে পুকুরে ফেলে দিলেন সৎ বাবা

#

নিজস্ব প্রতিনিধি

১০ আগস্ট, ২০২৫,  11:11 AM

news image

ছয় এক শিশুকে দিনভর মোটরসাইকেলে করে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে রাতের আঁধারে রাস্তার পাশের পুকুরের ফেলে দিয়ে চলে যান তার সৎ বাবা। অটোরিকশার হেড লাইটের আলোতে হাবুডুবু খেতে দেখে ওই পথে চলাচলকারী এক পথচারী শিশুটিকে পুকুর থেকে জীবিত উদ্ধার করেন। খবরটি ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখার জন্য ঘটনাস্থলে ভীড় জমায় উৎসুক জনতা। ঘটনাটি ঘটেছে শনিবার (৯ আগষ্ট) রাত ৯টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায়। শিশুটির নাম তাসিন। সে পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার সখের বাজার এলাকার মৃত তারা মিয়ার ছেলে। স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, স্বামীর মৃত্যুর পর তাসিন এবং তার বড় ভাই বিপ্লবকে নিয়ে থাকতেন তাদের মা ববিতা বেগম। ৬-৭ মাস আগে লালমনিরহাট সদরের সাপটানা এলাকার আকবর আলীর ছেলে মুরাদ হোসেনের সঙ্গে বিয়ে হয় ববিতার। বিয়ের পর থেকে শিশু তাসিন মায়ের সঙ্গে মুরাদের বাড়িতে থাকতো। শনিবার মুরাদ বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে তাসিনকে নিয়ে বের হন। মোটরসাইকেলে সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে রাত ৯টার দিকে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় নামক স্থানে রাস্তার পাশের পুকুরে ফেলে দিয়ে চলে যান মুরাদ। এসময় বাজার থেকে বাড়ী ফেরার পথে পুকুরে হাবুডুবু খেতে দেখে শিশু তাসিনকে উদ্ধার করে নিজ বাড়ীতে নিয়ে যান পার্শ্ববর্তী ফকিরপাড়া গ্রামের আজিপুর ইসলাম। পরে খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ রাত দশটার দিকে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে থানায় নিয়ে যায়। শিশুটিকে পানিতে ফেলে হত্যার চেষ্টাকারী সৎ বাবা মুরাদ হোসেনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে লালমনিরহাট থানা পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম