ঢাকা ১২ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিচ্ছবি যেন মানিকগঞ্জের রিতা ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৭ তিন খাতে বরাদ্দ বন্ধ করে দিল সরকার বন্যাদুর্গত এলাকায় বিদ্যুৎ নেই, বন্ধ মোবাইল নেটওয়ার্ক মাদরাসা বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫ পাসের হারে শীর্ষে রাজশাহী, পিছিয়ে বরিশাল এসএসসিতে এবার প্রকৃত পাসের হার পাওয়া গেছে: এহসানুল কবীর এসএসসির ফল প্রকাশ: ১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ এসএসসি ও সমমানে পাসের হার ৬৮.৪৫ শতাংশ স্ত্রীকে খুন করে ১১ টুকরো করে গ্রিল কেটে পালালেন স্বামী

বৃষ্টির দিনে যেমন পোশাক পরবেন

#

লাইফস্টাইল ডেস্ক

১৪ আগস্ট, ২০২৩,  5:07 PM

news image

বৃষ্টি অপছন্দ, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এই দিনে ভেজা মাটির গন্ধ নাকে এলে বা বৃষ্টির পানি পেয়ে সতেজ হয়ে ওঠা সবুজ গাছের দিকে চোখ পড়লে মনটা উদাস হয়ে ওঠে। বর্ষা যে হৃদয়ে প্রেম জাগায়, এ কথা বলার অপেক্ষা রাখে না। বৃষ্টির স্পর্শে ব্যস্ত নগরী যেন হাঁপ ছেড়ে বাঁচে। তবে আমাদের ব্যস্ততা থেমে থাকে না। বিভিন্ন প্রয়োজনে, কারণে-অকারণে বাইরে বের হতেই হয়। এ মৌসুমে বাইরে বেরোনোর সময় কোন ধরনের পোশাক উপযুক্ত হবে, তা নিয়ে আমাদের সবাইকে কমবেশি একটু চিন্তায় পড়তে হয়। তবে একটু বুঝেশুনে পোশাক নির্বাচন করলে এ ঝামেলা থেকে সহজেই মুক্তি পাওয়া যেতে পারে।

চলুন জেনে নেওয়া যাক বৃষ্টির দিনে কেমন পোশাক পরবেন:

বৃষ্টির দিনে আঁটসাঁট পোশাক না পরে একটু ঢিলেঢালা পোশাক বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। এতে ভিজে গেলেও অস্বস্তি হবে না। প্রতিদিন পরার জন্য ফ্রক স্টাইলের জামা বা কুর্তি ভালো লাগবে।

আবার চাইলে টি–শার্টের ওপর পরতে পারেন কোটি বা শ্রাগ। গরম লাগলে সুবিধামতো খুলে ব্যাগে রেখে দেওয়া যাবে। আর যারা শাড়িপ্রেমী, তারা বর্ষা উদ্‌যাপনে জর্জেট কিংবা সিল্ক ফেব্রিককে প্রাধান্য দিলে ভালো। কারণ সেটি ভিজে গেলেও দ্রুত শুকিয়ে যাবে। পোশাক যেটাই হোক না কেন, জমিনে যদি বর্ষার আমেজের মোটিফ থাকে, তাহলে আপনাকে প্রাণবন্ত লাগবে।

ফ্যাব্রিকে গুরুত্ব দিন

বৃষ্টির দিনে এমন ফ্যাব্রিক বেছে নেওয়া উচিত, যেটি একবার ভিজে গেলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাহলে ত্বকে ছত্রাক সংক্রমণের আশঙ্কাও কমে। এমন আবহাওয়ায় আপনি সিনথেটিক পোশাক পরতে পারেন। শিফন এবং পাতলা সুতির পোশাকও বেশ মানাবে।

মনে রাখবেন, এ সময় ভারী কাজের বা জবড়জং নকশার পোশাক এড়িয়ে চলাই সুবিধাজনক হবে। কারণ, এ ধরনের পোশাক বৃষ্টিতে ভিজলে দ্রুত শুকায় না। তাই যত হালকা ফেব্রিক, তত ভালো।

রঙের দিকটাও নজরে রাখুন

বর্ষার ফ্যাশনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল পোশাকের রং। কারণ এই সময়ে আকাশ এমনিই মেঘলা থাকে। তাই আপনি যদি খুব গাঢ় রং পরেন, আপনাকে দেখতে ভালো লাগবে না। তাই বৃষ্টির দিনে উজ্জ্বল এবং রঙিন পোশাক পরার চেষ্টা করুন। এক্ষেত্রে হলুদ, কমলা, আকাশীর মতো রঙকে গুরুত্ব দিতে পারেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম