ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
চীনে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গণ বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী গ্রেপ্তার ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ইসির নতুন আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি খেলাপি ঋণ আদায়ে আইনের পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়েছে তিতাসে ট্রলি উল্টে নদীতে পড়ে একই পরিবারের ৩ নারী নিহত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, লন্ডনে নেয়া হবে খালেদা জিয়াকে হজ অত্যাধুনিক করতে সৌদি সরকারের নতুন ২ উদ্যোগ পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৭১ হাজার প্রবাসীর নিবন্ধন জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বুধ-বৃহস্পতি সিটি কলেজ বন্ধ ঘোষণা

#

২২ এপ্রিল, ২০২৫,  4:27 PM

news image

সংঘর্ষ ও সহিংসতা এড়াতে আগামীকাল বুধবার এবং এর পরের দিন বৃহস্পতিবার এই দু’দিন ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৩টা ২৪ মিনিটে কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ এম মোবারক হোসাইন এই ঘোষণা দেন। এদিকে, ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে দুপুর থেকে পুরো নিউমার্কেট এলাকা কার্যত ছিল বন্ধ। মাঝে কিছুক্ষণ যানবাহন চলা শুরু হলেও আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ায় তাও বন্ধ হয়ে যায়। পরে বিকাল চারটার কিছু আগে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে ফিরে গেলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এর আগে দুপুরের দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। একপর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাস্তার মাঝখানে অবস্থান নেয়। অপরদিকে লাঠিসোটা নিয়ে প্রতিষ্ঠানের গেটের সামনে জড়ো হয় সিটি কলেজের শিক্ষার্থীরা। থেমে থেমে চলতে থাকে দুই পক্ষের সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সায়েন্স ল্যাব মোড়ে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। বেলা পৌনে তিনটার দিকে কাঁদানে গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে দেখা গেছে পুলিশকে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল ধানমন্ডিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে অজ্ঞাতনামা কয়েকজন যুবক। ওই যুবকদের মধ্যে একজন সিটি কলেজের শিক্ষার্থী বলে দাবি করেন তারা। পূর্বশত্রুতার জের ধরে সিটি কলেজের একটি গ্রুপ এই মারধরের সঙ্গে জড়িত বলে তাদের ভাষ্য। তারই পরিপ্রেক্ষিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে সিটি কলেজের সামনে জড়ো হন। তখন সিটি কলেজের শিক্ষকরা তাদের আটকানোর চেষ্টা করেন। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের গেটে ইট-পাটকেল মারতে থাকেন। এরপর থেকেই ছড়াতে থাকে উত্তেজনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম