ঢাকা ৩১ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২১,  2:18 PM

news image

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন তিনি। এর আগে গত বছরের ৩১ জানুয়ারি শ্বাসকষ্ট নিয়ে বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের।

ওই দিন ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক ছিল। তাতে যোগ দিতে সকাল ১০টার দিকে সেখানে পৌঁছান তিনি। এসময় শ্বাসকষ্ট অনুভব হওয়ায় ১০ মিনিট পর কার্যালয় থেকে বের হয়ে যান। পরে গাড়ি নিয়ে সেখান থেকে সরাসরি বঙ্গবন্ধু মেডিকেলে যান কাদের। এরও আগে ২০১৯ সালের ৩ মার্চ শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন তিনি। সেখানে এনজিওগ্রাম করার পর তার ধমনিতে তিনটি ব্লক ধরা পড়ে।পরদিনই উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হয়। এরপর ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কাদেরের বাইপাস সার্জারি হয়। সেখানে দীর্ঘ এক মাস চিকিৎসা শেষে একই বছরের ৫ এপ্রিল হাসপাতাল ছেড়ে দেশে ফেরেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম