ঢাকা ১৪ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ঘর থেকে মা ও দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার মিটফোর্ডের ঘটনা নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টাও হতে পারে: মির্জা ফখরুল রাজধানীতে আবারও প্রকাশ্যে হত্যার চেষ্টা, এবার রুখে দাঁড়াল জনতা হলের ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ নারীর মৃত্যু নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগে নতুন পরিকল্পনা খুলনায় পুলিশ পরিচয়ে তুলে নিয়ে অপহরণ, সাড়ে ৫ ঘণ্টা পর খাদ্য পরিদর্শক উদ্ধার সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সিরিয়ায় গোষ্ঠীগত সংঘর্ষে নিহত ৩০, আহত শতাধিক গণ-অভ্যুত্থানে নারীদের ভূমিকা নিয়ে আজ চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিস্ফোরণে দগ্ধ সেই জবি শিক্ষার্থীর মৃত্যু

#

০৬ মে, ২০২৩,  12:04 PM

news image

জবি প্রতিনিধি : পুরান ঢাকার ধূপখোলাবাজারে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মারা গেছেন। নিহত শিক্ষার্থীর নাম মেহেদী হাসান (২২)। তিনি উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শনিবার ভোর ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মেহেদী হাসানের গ্রামের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলায়। তার বাবার নাম আব্দুল লতিফ। নিহতের সহপাঠী শাকিল আহমেদ বলেন, ধূপখোলাবাজারে বিস্ফোরণে মেহেদীর শরীরের অধিকাংশ পুড়ে যায়। গত ৫ দিন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে ভর্তি ছিলেন। শনিবার সকাল ৬টায় আইসিইউতে মেহেদী মারা যান। শাকিল আরও বলেন, মৃত্যুর খবর শুনে মেহেদীর মা-বাবা দুজনেই অসুস্থ হয়ে পড়েছেন। তাদের এখন চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা যায়, গত ১ এপ্রিল সকালে রাজধানী পুরান ঢাকার গেন্ডারিয়ার ধূপখোলা বাজারে রাস্তার ওয়াসার পানির লাইন মেরামতের সময় পাশাপাশি থাকা গ্যাসলাইনে বিস্ফোরণ ঘটে। এতে মেহেদী হাসান দগ্ধ হয়। বিস্ফোরণের সময় তিনি ধূপখোলায় বাজার করতে গিয়েছিলেন। তাকে সেদিন থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, মৃত্যুর বিষয়টি শুনে আমদের শিক্ষকরা সেখানে গিয়েছেন। তার মৃত্যুতে আমরা খুবই মর্মাহত। বিস্ফোরণের ঘটনায় গেন্ডারিয়া থানার পুলিশ বাদী হয়ে একটা মামলা করেছে। আমরা বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়ায় যাবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম