ঢাকা ২২ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
একটি বড় পরিবর্তনের পর সবকিছু একদিনে ঠিক হবে না: ফারুকী ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রংপুর এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ২ দিনের রিমান্ড মঞ্জুর ‘‌আমার নামে মামলা আছে, জানতাম না’ অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীনকে সিইসি নিয়োগ ‘সাংবাদিক’ পরিচয়ে তিশার আপত্তিকর ভিডিও ধারণ আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শেখ সাজ্জাত আলী সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

বিশ্ব ইজতেমা ময়দানে চলছে দ্বিতীয় পর্বের প্রস্তুতি

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি, ২০২৪,  11:07 AM

news image

টঙ্গীর তুরাগ নদের তীরবর্তী ১৬০ একর জমি বিস্তৃত ময়দানে চলছে দ্বিতীয় পর্বের প্রস্তুতি। আগামী শুক্রবার শুরু হবে বিশ্ব তাবলীগ জামাতের বার্ষিক মহাসম্মেলন এর দ্বিতীয় পর্ব। আগামী রবিবার দুপুরের পূর্বে যে কোন সময় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের মুসল্লিরা আখেরি মোনজাতের পর পর ময়দান ত্যাগ করতে শুরু করেছেন। গাড়ি সংকটের কারণে যাদের ময়দান ত্যাগ করতে একটু বিলম্ব হয়েছে, তারা আজ সকাল সকাল ময়দান ছেড়ে দিবেন। কাল মঙ্গলবার বিকালে প্রশাসনের উপস্থিতিতে দ্বিতীয় পর্বের আয়োজক কমিটি সাদ অনুসারীদের নিকট ময়দান বুঝিয়ে দিবেন প্রথম পর্বের আয়োজক কমিটি।

দ্বিতীয় পর্বের আয়োজক কমিটি মাঠ বুঝে পাওয়ার পর দেশ বিদেশী মুসল্লিদের ইজতেমায় অংশগ্রহণ করার জন্য নিজেদের মতো ঢেলে সাজাবেন। অপরদিকে আগত মুসল্লিদের সেবায় গাজীপুর সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে ময়দানের ভেতরে থাকা ময়লা আবর্জনা পরিষ্কারের কাজ চলছে। এছাড়া পানি বিদ্যুৎ গ্যাসসহ অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বিতীয় পর্বের আয়োজন বাস্তবায়ন করার লক্ষে কাজ করছেন।  প্রথম পর্বে তাবলীগের সাথিরা এক চিল্লা, দুই চিল্লা ও তিন চিল্লায় ২৭৫০ জামাত দ্বিনের মেহনতে আল্লাহর রাস্তায় বেড়িয়ে পড়েন।দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, আমরা মাঠ বুঝে পাওয়ার পর আমাদের মতো করে সাজাবো। যাতে মুসল্লিদের কোন অসুবিধা না হয়। ইনশাআল্লাহ আগামী শুক্রবার দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে। রবিবার দুপুরের পূর্বে যে কোন সময় আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।  এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুব আলম বলেন, প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্বেও কঠোর নিরাপত্তা বলয়ে থাকবে ইজতেমা ময়দান। মাঠের নিরাপত্তায় পুলিশ, র‌্যাবসহ  বিভিন্ন গোয়েন্দা বিভাগের সদস্যরা নিয়োজিত থাকবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম