ঢাকা ০১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
কাপাসিয়ায় মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ লক্ষ্মীপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনের বার্ষিক সুন্নি এস্তেমা ভোটকেন্দ্র দখল করলে একজনও বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী বগুড়া বিএনপির ঘাঁটি, এর দায়িত্ব আপনাদের সঁপে দিলাম: তারেক রহমান জামায়াতের মুখে একটা, আর গোপনে বৈঠক করে ভারতের সঙ্গে: চরমোনাই পীর ভুটানের জালে ১১ গোল দিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ: আইসিসি-বাংলাদেশ দ্বন্দ্বে নিজেদের অবস্থান পরিষ্কার করল শ্রীলঙ্কা ৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরাইল বগুড়ায় জেলা বিএনপির মতবিনিময় সভায় তারেক রহমান বিএনপি সরকারে গেলে পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট দেবে: মাহদী আমিন

বিশ্বে করোনায় আরও ৩১২ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ এপ্রিল, ২০২৩,  9:18 AM

news image

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৩১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ১৪১ জন। সুস্থ হয়েছেন ৯২ হাজার ৮২৩ জন। শুক্রবার (২১ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১০৯ জনের এবং আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৮২ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৩০৪ জন এবং মৃত্যু হয়েছে ৪৪ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৫৪৩ জন এবং মৃত্যু হয়েছে ২৮ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৭ হাজার ৪১ জন এবং মৃত্যু হয়েছে ৩৫ জনের। মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ২ হাজার ১৭১ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৫ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। একইসময়ে পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৫১১ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। কলম্বিয়ায় আক্রান্ত হয়েছে ৪৭০ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। ইসরায়েলে আক্রান্ত হয়েছে ৩১২ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ১১০ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। লাটভিয়ায় আক্রান্ত হয়েছে ২৭ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। মালদোভায় আক্রান্ত হয়েছে ৪৬৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৬০ লাখ ৭৩ হাজার ৬৮৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৪৫ হাজার ৬৭৩ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ১৭৩ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম