ঢাকা ২২ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ কখনোই এ দেশের প্রকৃত রাজনৈতিক বা গণতান্ত্রিক দল ছিল না : সালাহউদ্দিন আগামী নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলে আশা করি : জামায়াত আমির ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের দিনাজপুরে মিনিবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ সন্দ্বীপের জেগে ওঠা চরে রাজাশাইল ও আমন ধানের বাম্পার ফলন ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত গুগলের বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দিতে যুক্তরাষ্ট্রের আবেদন বিচার বিভাগ ব্যর্থ হলে, রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়: প্রধান বিচারপতি আশুলিয়ার ভূমিকম্প নরসিংদীর আফটার শক জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি : মির্জা ফখরুল

বিবাহবিচ্ছেদ নিয়ে নতুন কিছু বলার নেই'

#

বিনোদন ডেস্ক

১১ ডিসেম্বর, ২০২১,  3:52 PM

news image

কেউ বলেছেন বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল তার। আবার কেউ বলেছেন তিনি কখনও সন্তান চাননি। তিনি মানে সামান্থা প্রভু। আর সে কারণেই নাকি নাগা চৈতন্যের সঙ্গে তার দাম্পত্য বিচ্ছেদ হয়েছে। চলতি বছরের ২ অক্টোবর দাম্পত্য বিচ্ছেদের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন সামান্থা এবং নাগা। এরপর থেকে লাগাতার এই অভিনেত্রীকে ট্রোল করা হচ্ছে।  সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ কমেন্ট দেখতে দেখতে এবার দৃশ্যতই ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। সদ্য বিবাহবিচ্ছেদ এবং তার পরবর্তী ট্রোলিং প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সামান্থাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার মনে হয় এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। এটা নিয়ে যখন কথা বলার দরকার ছিল আমি বলেছি। কিন্তু সেটা নিয়ে বার বা কিছু বলার কোনও প্রয়োজন আছে বলে মনে করি না। সামান্থা পাবলিক ফিগার। ফলে তার ব্যক্তি জীবন নিয়ে সাধারণ দর্শকের কৌতূহল থাকাকে অস্বাভাবিক বলে মনে করেন না তিনি। কিন্তু সমালোচনা বা ভিন্ন মত পোষণেরও নির্দিষ্ট ধরন রয়েছে বলে মনে করেন তিনি। সামান্থার কথায়, আমিতো পূর্ণ সমর্থন চাইছি না। ভিন্ন মত থাকবেই। কিন্তু আমাদের মধ্যে এখনও বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। আমি শুধু এটুকু অনুরোধ করতে পারি, খারাপ লাগাগুলো আরও একটু ভদ্রভাবে পেশ করলে ভাল হয়। সামান্থা জানিয়েছেন, একের পর এক দারুণ চরিত্রের ছবির প্রস্তাব পাচ্ছেন তিনি। সেগুলো  করতে চান মন দিয়ে। তাই আপাতত ফোকাসে শুধুমাত্র তার কাজ। সূত্রের খবর, ফিলিপ জোনসের পরিচালনায় ‘অ্যারেঞ্জমেন্টস অব লাভ’ ছবিতে এবার অভিনয় করবেন সামান্থা।  সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন সামান্থা স্বয়ং। ছবি শেয়ার করে তিনি লেখেন, সম্পূর্ণ নতুন এক পৃথিবী। ২০০৯ সালে আমি শেষ বার ‘ইয়ে মায়া চেসভ’ ছবির জন্য অডিশন দিয়েছিলাম। ১২ বছর পর ফের অডিশন দিয়েছি। একই রকম নার্ভাস লাগছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম