ঢাকা ২০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ডাকসুর তফসিল ২৯ জুলাই, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে নির্বাচন দুর্গাপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি নিয়ে বিশেষ নির্দেশনা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৩৯ আসামি ট্রাইব্যুনালে সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উচ্চকক্ষ নিয়ে আগামী ৩ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত হবে: আলী রীয়াজ ঘৃণার জবাবে ভালোবাসার বার্তা দিলেন অভিনেত্রী বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ ঢাকায় বৃষ্টির আভাস, কমবে গরম ভয় জাগাচ্ছে গ্রামের ডেঙ্গু

বিপিএল: দুপুরে কুমিল্লার বিপক্ষে মাঠে নামছে ঢাকা

#

ক্রীড়া প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি, ২০২২,  10:43 AM

news image

জয়ের ধারা অব্যাহত রাখার মিশনে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে আসরের সবচেয়ে ধারাবাহিক দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের প্রতিপক্ষ আগের ম্যাচে জয়ে ফেরা মিনিস্টার ঢাকা। মিরপুরে বাজে সময় কাটানো মাহমুদউল্লাহ বাহিনী চট্টগ্রামে থাকতে চায় জয়ের ধারায়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। উইন অর উইন। এই মন্ত্রটা বেশ ভালোভাবেই রপ্ত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নামে ভারে যেমন, আসরে এখন পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক দল দুইবারের চ্যাম্পিয়নরা। চতুর্থ ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামবে কাগজে কলমে অন্যতম সেরা দল মিনিস্টার ঢাকার বিপক্ষে। ঢাকা পর্বের জয়ের ছন্দটা চট্টগ্রামে উড়িয়ে নিয়েছে কুমিল্লা। সাগরিকায় প্রথম ম্যাচে উড়ন্ত জয় পেয়েছে সালাউদ্দিনের দল। বিপিএলে ফিরে টি-টোয়েন্টি সংস্করণেও নিজেকে ফিরে পেয়েছেন ওপেনার লিটন দাস। সঙ্গে ফাফ ডু প্লেসিও তার চেনা ছন্দ খুঁজে পেয়েছেন। তাই আশা করাই যায় চট্টলায় আরও একটা জয়ের অপেক্ষায় দল। এদিকে বোলিং বিভাগেও প্রমাণ দিয়ে যাচ্ছে কুমিল্লার বোলাররা। মোস্তাফিজের সঙ্গে শহিদুলও নিয়ন্ত্রিত বোলিং করছেন। স্পিনে তানভীর আর নাহিদুলরা কার্যকরী ভূমিকা রাখছেন। এদিকে, মিনিস্টার ঢাকা ভুগছে বিপিএলের শুরু থেকেই। চার ম্যাচে মাত্র একটি জয় নিয়ে চট্টগ্রামে গেছে ঢাকা। তবে সাগরিকায় দারুণ ছন্দ খুঁজে পেয়েছে মাহমুদউল্লাহ বাহিনী। সমালোচনায় জর্জরিত তামিম ইকবাল হোম ভেন্যুতে দেখিয়েছেন নিজের ক্লাস। দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দিয়ে দলকে ফিরিয়েছেন জয়ে। তাছাড়া দলের বাকিরাও ভূমিকা রাখছেন। সাগরিকায় আরো একটা জয়ের খোঁজেই মাঠে নামবে দল। ৫ ম্যাচে দুই জয় নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। অন্যদিকে ৩ ম্যাচে ৩ জয় নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম