ঢাকা ২৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

বিপিএলে খেলতে এসে জীবনের কঠিন সিদ্ধান্ত নিলেন পাক ক্রিকেটার

#

ক্রীড়া প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২৫,  11:08 AM

news image

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলতে বর্তমানে সিলেটে অবস্থান করছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। ঢাকা ক্যাপিটালসের জার্সিতে প্রথম ম্যাচেই দলের জয়ের নায়ক হন তিনি। মাঠে দুর্দান্ত পারফরম্যান্সে দল যখন জয়ের আনন্দে মেতে ওঠে, ঠিক সেই সময়েই ব্যক্তিগত জীবনে সবচেয়ে কঠিন সিদ্ধান্তের কথা জানান পাক এই অলরাউন্ডার। রবিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান ইমাদ ওয়াসিম। একই প্ল্যাটফর্মে পৃথক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন সানিয়া আশফাকও। ইমাদ ওয়াসিম তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, গত কয়েক বছর ধরে চলা নানা মতবিরোধ এবং সেগুলোর সমাধান সম্ভব না হওয়ায় তিনি ডিভোর্সের আবেদন করেছেন। এ বিষয়ে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান তিনি। পাশাপাশি পুরোনো ছবি ব্যবহার বা শেয়ার করা থেকে বিরত থাকার কথাও উল্লেখ করেন। পোস্টে তিনি আরও লেখেন, ভবিষ্যতে যেন সানিয়া আশফাককে তার স্ত্রী হিসেবে উল্লেখ না করা হয় এবং কোনো ধরনের বিভ্রান্তিকর বক্তব্য বা গুজবে বিশ্বাস না করতে সবাইকে অনুরোধ করেন। সন্তানদের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, তিনি তাদের বাবা এবং আগের মতোই দায়িত্বশীলভাবে সন্তানদের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে সানিয়া আশফাক লেখেন, অনেক দাম্পত্য জীবনের মতো তাদের সম্পর্কেও নানা জটিলতা ছিল, তবুও সম্পর্কটি এতদিন টিকে ছিল। ২০১৮ সালে ইংল্যান্ডে খেলার সময় সানিয়ার সঙ্গে পরিচয় হয় ইমাদ ওয়াসিমের। পরের বছর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ব্রিটিশ বংশোদ্ভূত সানিয়া আশফাকের সঙ্গে পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডারের দাম্পত্য জীবন ছয় বছরের বেশি দীর্ঘ হয়নি। তাদের সংসারে রয়েছে তিন সন্তান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম