ঢাকা ২৫ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ২ দিন বন্ধ চাঁনখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যা: ট্রাইব্যুনালের রায় ২০ জানুয়ারি ২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তারেক রহমানের প্রত্যাবর্তনের কর্মসূচি জানাল বিএনপি বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানে ১৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সেনা কর্মকর্তা রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

বিনা খরচে গণপরিবহণে চড়বেন ফ্রান্সের রুয়ো শহরের অভিবাসীরা।

#

১৬ ফেব্রুয়ারি, ২০২৫,  2:02 PM

news image

ইয়াছির আরাফাত খোকন, ফ্রান্স: ফরাসি সোশ্যালিস্ট পার্টি (পিএস) থেকে নির্বাচিত শহরের মেয়র নিকোলা মেয়ার রসিনিউল এ ঘোষণা দিয়েছেন স্থানীয় রুয়ো-নরমান্দি অঞ্চলে সক্রিয় অভিবাসন সংস্থাগুলো এবং ইমিগ্রেশন ও ইন্টিগ্রেশন বিষয়ক ফরাসি দপ্তর (অফি)-এর মাধ্যমে যৌথভাবে অভিবাসীদের যাতায়াত জন্য ১২ হাজার ৪৫০টি গণপরিবহণের টিকিট বিনামূল্যে দেয়ার ঘোষণা দিয়েছেন৷ শহর কর্তৃপক্ষের মতে, অভিবাসীদের প্রশাসনিক প্রক্রিয়ায় সহায়তার লক্ষ্যে এমন সেবা মূলক উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এমন ঘোষণার পর শহরের মেয়র নিকোলা মেয়ার রসিনিউল তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ঘৃণ্য এবং অশ্লীল বার্তা পেয়েছেন৷ অতি ডান সমর্থকেরা এটি করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে নিকোলা মেয়ার রসিনিউল স্থানীয় সংবাদ মাধ্যম আকচুকে ৩ ফেব্রুয়ারি বলেন, ‘‘এই চুক্তির লক্ষ্য হল আমাদের দেশে প্রথমবারের মতো আগত ব্যক্তিদের ইন্টিগ্রেশনকে সহজতর করা৷ অভিবাসন সংস্থা, আশ্রয়প্রার্থী এবং নতুন আগত প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে এটি বাস্তবায়ন করা হবে৷’’ফ্রান্সে আসার পর আশ্রয়প্রার্থীরা মাসিক ট্রান্সপোর্ট পাবার আগ পর্যন্ত ভোগান্তি পোহাতে হয়৷ এই উদ্যোগের ফলে রুয়ো-নরমান্দি অঞ্চলে আসা আশ্রয়প্রার্থীরা উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে৷

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম