ঢাকা ১১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৭ তিন খাতে বরাদ্দ বন্ধ করে দিল সরকার বন্যাদুর্গত এলাকায় বিদ্যুৎ নেই, বন্ধ মোবাইল নেটওয়ার্ক মাদরাসা বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫ পাসের হারে শীর্ষে রাজশাহী, পিছিয়ে বরিশাল এসএসসিতে এবার প্রকৃত পাসের হার পাওয়া গেছে: এহসানুল কবীর এসএসসির ফল প্রকাশ: ১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ এসএসসি ও সমমানে পাসের হার ৬৮.৪৫ শতাংশ স্ত্রীকে খুন করে ১১ টুকরো করে গ্রিল কেটে পালালেন স্বামী ১৫ বছরের লুটপাট তদন্তে বাংলাদেশ ব্যাংকের তিন সাবেক গভর্নরের নথি তলব

বিদ্যুৎ বিল বাঁচাতে সপ্তাহে একদিন গোসল

#

০৬ জুন, ২০২২,  1:58 PM

news image

যুক্তরাজ্যের এক পরিবার বিদুৎ বিল বাঁচাতে সপ্তাহে একদিন গোসল করছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে সংকট দেখা দিয়েছে। যার প্রভাব পড়েছে ইউরোপের দেশ যুক্তরাজ্যেও। গত ৪০ বছরের মধ্যে দেশটিতে জীবন যাত্রার মান সবচেয়ে কঠিন অবস্থার মধ্যে পড়েছে। দ্য ইন্ডিপেনডেন্টের বরাত দিয়ে এ খবর জানিয়েছে পাকিস্তানের জিও টিভি।  লন্ডনের উত্তর-পশ্চিম অঞ্চলীয় শহরে বসবাসকারী ওই পরিবারটি জানিয়েছে, করোনা মহামারির পর জীবন যাত্রার মান অত্যন্ত ব্যয় বহুল হয়ে পড়েছে।  ওই পরিবারে চার জন সদস্য রয়েছে। স্বামী-স্ত্রী ও তাদের দুই কন্যা সন্তান। যাদের এক জনের বয়স ১৩ এবং অন্য জনের বয়স ১৪ বছর।

পরিবারের কর্তা ব্যক্তি জাহিয়া অ্যাটমেন বলেন, জীবন যাত্রার মান এতটাই বেড়ে গেছে যে সাধারণ খাবারের জন্য আমাদের স্থানীয় ফুড ব্যাংকের সহযোগিতা নিতে হচ্ছে। তিনি আরও বলেন, এমনভাবে জীবন যাপন করা আমদের জন খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আরও কষ্টকর। তিনি আরও যোগ করেন, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু দিনকে দিন সব কিছুর দাম বেড়েই চলছে। জাহিয়া ইন্ডিপেনেডেন্টকে বলেন, আমি স্বামী চাকরি হারিয়েছেন। করোনা মহামারির সময় তিনি তার রেস্টুরেন্টের চাকরি হারান। এরপরই সংসার চালানো আমাদের জন্য ব্যাপক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।  এজন্য আমরা আমাদের বাসা বাড়ির বিদুৎ বিল কমাতে সপ্তাহে একদিন গোসল করার সিদ্ধান্ত নিয়েছি। এখান থেকে যে অর্থ সঞ্চয় হবে সেটা দিয়ে আমরা পর্যন্ত খাবার কিনতে পারব। জাহিয়া বলেন, পণ্য দ্রব্যের দাম বেড়ে যাওয়ার কারণে আমরা পোশাক ক্রয়, দামী সাবান, শ্যাম্পু এবং অপ্রয়োজনীয় জিনিস ক্রয় কমিয়ে দিয়েছে। এখন আমরা নন ব্রান্ড পন্য সামগ্রী ব্যবহার করছি। স্থানীয় ফুড ব্যাংক না থাকলে আমরা আরও সমস্যায় পড়ে যেতাম। বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির কারণে যুক্তরাজ্যের অনেক পরিবারের অবস্থা এই জাহিয়ার পরিবারের মতো। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম