বিদেশি রিভলভারসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৫, 10:51 AM
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৫, 10:51 AM
বিদেশি রিভলভারসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মো. হেজবুল আলম রাজুকে গ্রেফতার করেছে র্যাব-২। তিনি রাজধানীর মোহাম্মদপুর থানার ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। রবিবার (১৬ নভেম্বর) রাতে আদাবর থানাধীন প্রধান সড়ক নবোদয় হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার উদ্ধার করা হয়। র্যাব-২-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানাধীন প্রধান সড়ক নবোদয় হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হেজবুল আলম রাজুকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, রাজুর কাছে থাকা অস্ত্রটি এলাকায় প্রভাব বিস্তার ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল। রিভলভারটি জব্দ করে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদাবর থানায় হস্তান্তর করা হবে।