ঢাকা ২০ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
মেডিকেল ভর্তিতে কোটা থাকবে কি না সিদ্ধান্ত রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি, চীনের কাছে বাংলাদেশের ২৪ প্রস্তাব মাদারীপুরে বোমার আঘাতে পা উড়ে যাওয়া যুবকের মৃত্যু ‘শুধু নামে নয় মানে আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে চায় আইসিটি’ বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল কেনা হচ্ছে দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয় হয়ে উঠেছে: রিজভী জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ: সিইসি ফ্যাসিস্ট আমলে সংবাদপত্রের ওপর জুলুম চালানো হয়েছিল: জামায়াতে আমির অস্ত্র মামলায় ১০ বছরের দণ্ড থেকে খালাস পেলেন মামুন ওয়ার্কশপের ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করলো এনবিআর

বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল কেনা হচ্ছে

#

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২৫,  3:21 PM

news image

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল কেনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তখন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড মেরেছে।

অনেকে প্রশ্ন করেছেন, বিজিবি কেন মারেনি?

তিনি বলেন, বিজিবির কাছে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নেই। তাদের কাছে প্রাণঘাতী অস্ত্র, যেটা তারা ব্যবহার করতে পারেনি। তবে বিজিবিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড কেনার অনুমতি দেওয়া হয়েছে। তাদের জন্য সেগুলো ক্রয় করা হবে। জাহাঙ্গীর আলম বলেন, দেশের সীমান্তে শৃঙ্খলা বজায় রাখতে এবং বিশেষ পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে বিজিবির সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। তাই, বিজিবিকে অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত করা হচ্ছে। তিনি বলেন, সীমান্ত এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। সেখানে বড় ধরনের কোনো সমস্যা নেই। তবে সীমান্ত এলাকায় চোরাচালান, অনুপ্রবেশ এবং অন্যান্য আইনশৃঙ্খলাজনিত সমস্যা মোকাবিলায় বিজিবির কার্যক্রম আরও জোরদার করতে হবে। অবৈধ বিদেশিদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে বর্তমানে ৩৩ হাজার ৬৪৮ জন বিদেশি অবৈধভাবে বসবাস করছেন। আগামী ৩১ জানুয়ারির মধ্যে তাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বৈধ হতে হবে। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম