ঢাকা ২৬ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
শর্টসার্কিটে নয়, কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে: নৌবাহিনী কর্মকর্তা সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন ফের বাড়ল সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমার সময় ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত বিদ্যুৎহীন সচিবালয়, বন্ধ দাপ্তরিক কার্যক্রম লামায় অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা হাসিনার দালালেরা অপকর্মের ফাইলগুলো পুড়িয়ে দিয়েছে: সারজিস নিখোঁজের ৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে মিলল ২ পর্যটকের লাশ সচিবালয়ে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে উপদেষ্টারা খুলল প্রবেশ পথ, সচিবালয়ে ঢুকছেন কর্মকর্তা-কর্মচারীরা

বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদের

#

ক্রীড়া প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০২৪,  2:02 PM

news image

সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে নাম লিখিয়েছিলেন রিশাদ হোসেন। ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কত দিন তিনি খেলার সুযোগ পাবেন, সেটা নিয়ে একটা প্রশ্ন ছিল। কারণ বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্যস্ততায় বিগ ব্যাশে খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল রিশাদের। পরে জানা যায়, আগামী ২১ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত এক সপ্তাহ হোবার্টে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন এই টাইগার লেগি। কিন্তু শেষ পর্যন্ত তার তাসমান পাড়ের দেশে যাওয়া হচ্ছে না আর। বিপিএলের কারণে বিগ ব্যাশে খেলা হচ্ছে না এই টাইগার লেগ স্পিনারের। বাংলাদেশের তরুণ লেগ স্পিনারের বদলি হিসেবে আফগানিস্তানের ওয়াকার সালামখিলকে দলে নিয়েছে হোবার্ট হারিকেন্স।

গত অক্টোবর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন সালামখিল। ১১ ম্যাচে ১৫ উইকেট নিয়ে তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। এবার প্রথমবারের মতো বিবিএলে খেলতে পেরে উচ্ছ্বসিত এই আফগান স্পিনার। তিনি হারিকেনসে ছয়টি ম্যাচ খেলার পর সংযুক্ত আরব আমিরাতের আইএলটি২০-তে এমআই এমিরেটসের হয়ে যোগ দেবেন। সালামখিল বলেন, ‘বিবিএলে খেলা সবসময়ই আমার স্বপ্ন ছিল। হারিকেনসের হয়ে প্রথম ছয় ম্যাচ খেলার সুযোগ পেয়ে আমি দারুণ রোমাঞ্চিত। নতুন সতীর্থ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।’

মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া সালামখিল ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের প্রথম টেস্ট জয়ে অবদান রেখেছিলেন। দুই ইনিংসেই দুটি করে উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এরপর থেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন এবং নিজের ভিন্নধর্মী বোলিং দিয়ে প্রতিপক্ষকে চমকে দিয়েছেন। হোবার্ট হারিকেনসের হাই পারফরম্যান্স জেনারেল ম্যানেজার সালিয়েন বিমস বলেন, ‘ওয়াকার তরুণ প্রতিভাবান স্পিনার। তার বৈচিত্র্যপূর্ণ বোলিং আমাদের বোলিং আক্রমণকে সমৃদ্ধ করবে। যদিও রিশাদ হোসেনের সার্ভিস না পেয়ে আমরা হতাশ, ওয়াকার প্রথমার্ধে আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’ সালামখিলের সঙ্গে হারিকেনসের দলে আছেন ম্যাথিউ ওয়েড, টিম ডেভিড, ক্রিস জর্ডান, শাই হোপসহ আরও অনেক তারকা। দলটি ৩ সপ্তাহ পর মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে গিলংয়ে তাদের প্রথম ম্যাচ খেলবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম