ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

বিএনপি ভোটে আসতে ভয় পায় : শিক্ষামন্ত্রী

#

২৭ মে, ২০২৩,  4:47 PM

news image

টাঙ্গাইলে যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে তারা নানা ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। মানুষের ভোটে নির্বাচিত হবে না বিধায় বিএনপি ভোটে আসতে ভয় পায়। টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আজ শনিবার (২৭ মে) দুপুরে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ডা. দীপু মনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। দেশ আজ উন্নয়নের মহাসাগরে। আওয়ামী লীগ কখনও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে তারা নানা ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। মানুষের ভোটে নির্বাচিত হবে না বিধায় বিএনপি ভোটে আসতে ভয় পায়।’ ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারের সময়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশি-বিদেশি শক্তির কেউ আগামী সংসদ নির্বাচন প্রভাবিত করতে পারবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে তারা সহযোগিতা করবে।’ কৃষিমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি যতই আন্দোলনের হুমকি দিক, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী সময় মতোই অনুষ্ঠিত হবে এবং তা সুষ্ঠু ও নিরপেক্ষভাবেই হবে।’ সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চলের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ মামুন, মজিবুর রহমান চৌধুরী নিক্সন, টাঙ্গাইল জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় ও জেলার নেতারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম