ঢাকা ১৬ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
৩য় টি-টোয়েন্টি আজ: বাংলাদেশের বিপক্ষে ‘ফাইনালে’ চাপে শ্রীলঙ্কা গোপালগ‌ঞ্জে এন‌সি‌পির সমা‌বে‌শে হামলা-সংঘর্ষ, ১৪৪ ধারা জারি আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম হাজিদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা পল্লী বিদ্যুতের চোরাই তারের ব্যবসা নিয়ে দ্বন্দ্বে সোহাগ খুন হন গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ গড়বো: তাসনিম জারা গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা, বোমাবাজি রাজস্ব আদায়ে বড় ধাক্কা, যে কারণ দেখালেন এনবিআর কর্মকর্তা প্রাথমিকে ৭৩ হাজারের বেশি শূন্য পদে শিগগিরই নিয়োগ ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক

বিএনপি বরাবরের মতো ষড়যন্ত্রের রাজনীতিতে লিপ্ত : কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২৩,  5:35 PM

news image

জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশবিরোধী সব ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিহত করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। কাদের বলেন, বিএনপি বরাবরের মতো ষড়যন্ত্রের রাজনীতিতে লিপ্ত। তাদের ষড়যন্ত্রের হাতিয়ার দেশের বিরুদ্ধে বদনাম, কুৎসা রটানো ও লবিস্ট ফার্ম নিয়োগ করে দেশবিরোধী অপপ্রচার। কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশবিরোধী সব ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিহত করবে। তিনি বলেন, পেছনের দরজা দিয়ে বিএনপির ক্ষমতা দখলের দিবাস্বপ্ন দেশের জনগণ পূর্ণ হতে দেবে না। তারা দেশ ও জনগণের কল্যাণ-চিন্তা কখনই ধারণ করে না। আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই দুর্নীতি ও লুটপাটের মহোৎসবে মেতে উঠেছে। সেই ধারাবাহিকতায় এরইমধ্যে তারা ষড়যন্ত্র আর লুটপাটের রূপরেখা চূড়ান্ত করেছে। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বরপুত্র, খুনি, পলাতক আসামি তারেক রহমানের প্রেসক্রিপশনে প্রণীত কোনো ‘রূপরেখা’ নিয়ে জাতির আগ্রহ নেই। তিনি বলেন, দেশের জনগণ বারবার বিএনপির কাল্পনিক গণঅভ্যুত্থান সৃষ্টির আহ্বান প্রত্যাখ্যান করেছে। তাদের গণ-অভ্যুত্থান ও আন্দোলন হলো আগুন সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির পাঁয়তারা এবং স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত করা। আগামীতে এমন কিছু করলে জনগণ প্রতিহত করবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশের গণতন্ত্র এখন অনেক বেশি শক্তিশালী। গণতন্ত্র পরিচালিত হবে দেশের জনগণের অভিপ্রায় অনুযায়ী। দেশের ভোটাররা ঠিক করবে কে ক্ষমতায় আসবে আর কে আসবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম