ঢাকা ২৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
মারা গেলেন মারাঠি অভিনেতা রঞ্জিত তারেক রহমানের স্বদেশে ফেরা নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম বড়দিনের ছুটিতে লোকে লোকারণ্য কক্সবাজার তারেক রহমান দেশে ফেরায় রাজনৈতিক শূন্যতা পূরণ হবে : প্রেস সচিব এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান রিজার্ভ বেড়ে ৩২.৭৯ বিলিয়ন ডলার দেশে এসেছে জেবুও বিমানবন্দর থেকে ৩০০ ফিট যাচ্ছেন তারেক রহমান তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন, ফুলের মালা দিয়ে বরণ

বিএনপি নেতাকর্মীরা জড়ো হচ্ছেন নয়া পল্টনে

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২৩,  7:24 PM

news image

বিএনপিকে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করার অনুমতির খবরে নয়াপল্টন এলাকার আশপাশে জড়ো হতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা। তবে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে রাস্তা কিংবা দোকানের আশপাশে পুলিশ দাঁড়াতে দিচ্ছে না কাউকে। কিছুক্ষণ পরপর পুলিশের টহল দল বাঁশি বাজিয়ে রাস্তার আশপাশ থেকে সরিয়ে দিচ্ছে নেতাকর্মীদের। শনির আখড়া থেকে আসা শ্যামল নামের এক বিএনপি কর্মী বলেন, আগামীকালের মহাসমাবেশ নিয়ে এক ধরনের উত্তেজনা কাজ করছে। আমরাও চাই শান্তিপূর্ণ সমাবেশ করতে। আজকে কেন এখানে এলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিজ উদ্যোগে চলে আসছি। আমার এলাকার অনেকে এসেছেন। আজ এই এলাকাতেই থাকব। অন্যদিকে কর্তব্যরত এক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের কাজ হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষা করা। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আমাদের কর্তব্য পালন করে যাচ্ছি। এর আগে বিকেল ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বিএনপিকে সমাবেশ করার অনুমতির কথা জানান। তিনি বলেন, সম্মান প্রদর্শন করে আওয়ামী লীগের তিন অঙ্গ-সংগঠন ও বিএনপিকে মহাসমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। আজকের পরিবর্তে আগামীকাল সাপ্তাহিক ছুটির দিনে আওয়ামী লীগের তিনটি অঙ্গ সংগঠন (আওয়ামী যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ) সমাবেশ এবং বিএনপি মহাসমাবেশ করার জন্য আমাদের কাছে লিখিত আবেদন করেছে। আমরা তাদের রাজনৈতিক কর্মসূচির প্রতি সম্মান প্রদর্শন করে আগামীকাল দল দুটিকে সমাবেশ করা অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর আগে, দুপুরে বিএনপির মহাসমাবেশ নয়াপল্টনেই অনুষ্ঠিত হবে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঢাকায় মহাসমাবেশ ঘিরে দলের নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। বিনা কারণে শুধু ভয় আর আতঙ্ক ছড়াতে সরকারের হুকুমে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এখন পর্যন্ত পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সরকারের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী। এটা হলো সরকারের ব্যর্থ প্রচেষ্টা। নেতাকর্মীদের যত গ্রেপ্তার করবেন তত কিন্তু আন্দোলন বেগবান হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ (২৭ জুলাই) বিএনপির মহাসমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু নিজেদের পছন্দমতো স্থান না পাওয়ায় একদিন পিছিয়ে ২৮ জুলাই সমাবেশ করার দিন ঠিক করেছে বিএনপি। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এবং আশপাশের অলি-গলিতে অবস্থান নিতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে নেতাকর্মীদের চাপে নয়াপল্টন ভিআইপি সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটতে থাকে। এ পরিস্থিতি সামাল দিতে পুলিশ ১০ মিনিটের মধ্যে বিএনপি নেতাকর্মীদের সড়ক ছাড়ার নির্দেশ দেয়। এর ৫-৬ মিনিটের মধ্যে সড়ক ফাঁকা করে চলে যান বিএনপির নেতাকর্মীরা। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বুধবার (২৬ জুলাই) বিকেল থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল। ‌এছাড়া বিএনপি কার্যালয়ের পাশে রাখা হয়েছে প্রিজনভ্যান ও সাঁজোয়া যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম