ঢাকা ১২ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
ধরে নিয়ে যাওয়া ৭৮ নাবিকের ছবি প্রকাশ করল ভারতীয় কোস্টগার্ড জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা অপ্রাপ্ত বয়সে চুলে পাক ধরলে করণীয় অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৫৭৯ কর্মকর্তা নির্বাচনি আসন পুনর্বিন্যাস করতে হবে: জামায়াত আমির প্রবাসীদের সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১৩ নির্দেশনা এখন সাইবার জগতেও যুদ্ধ করতে হবে: মির্জা ফখরুল সিরিজ হারের জন্য ব্যাটারদের কাঠগড়ায় তুললেন মিরাজ ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩

বাসে গ্যাস রিফিলের সময় বিস্ফোরণে নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

১১ ডিসেম্বর, ২০২৪,  11:48 AM

news image

লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে আল মদীনা নামীয় লোকাল বাসের সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় আবারো ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে আবুল কালাম নামে ২১ বছর বয়সী একজন বাসযাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।  বুধবার (১১ ডিসেম্বর) ভোর রাতে লক্ষ্মীপুরের মুক্তিগঞ্জ এলাকার গ্রীণ লীফ সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে নোয়াখালী ও ঢাকায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।  নিহত কালাম পেশায় রং মেস্ত্রী, তিনি পৌর শহরের সাহাপুর এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে। আহতরা হলেন নোয়াখালীর কবির হাট এলাকার বাসিন্দা আবুল হোসেন (৫০), স্থানীয় সাহাপুর গ্রামের বাসিন্দা নাইম (২৪)সহ ৩জন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় গ্রীণ লীফ সিএনজি ফিলিং স্টেশনে ভোর রাতে আল মদীনা নামীয় লোকাল বাস (চট্ট মেট্রো-ঝ ১১- ১৯৩০) গ্যাস রিফিলের জন্য যায়। হঠাৎ বাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় চারদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। তাৎক্ষণিক ঘটনাস্থলে একজন নিহত হন। এসময় দিক-বিদিক ছোটাছুটি করেন আশে পাশে থাকা চালক ও স্টেশনের কর্মচারিরা। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা নিহত ও আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এসময় নিহতের স্বজনদের হাসপাতাল আঙ্গিনায় আহাজারি করতে দেখা যায়।  সদরের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন জানান, বিস্ফোরণে একজনের মাথার খুলি উড়ে গিয়ে মারা গেছে। আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একজনকে নোয়াখালি ও অপরজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। গ্রীণ লীফ সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বাসটিরও সিলিন্ডার ত্রুটিযুক্ত ছিল, তাই বিস্ফোরণ ঘটেছে। এতে একজন ঘটনাস্থলে নিহত ও আরো ৩ জন আহত হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগেও একই ধরণের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেটির মামলা চলমান রয়েছে। এর আগে গত ১৪ অক্টোবর একই ফিলিং স্টেশনে অপর একটি বাসের সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ও ৯ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম