ঢাকা ১৭ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ: প্রেস উই গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি: টেলিযোগাযোগ মন্ত্রণালয় এখনও থমথমে গোপালগঞ্জ, চলছে কারফিউ দেশব্যাপী এনসিপির বিক্ষোভ কর্মসূচি আজ কঠোর অবস্থানে এনবিআর নেইমারের মাইলফলক ছোঁয়া গোলে সান্তোসের জয় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু কিউইদের গাজায় ১৭ হাজার শিশু নিহত, প্রতিদিন মারা যাচ্ছে ২৮ জন ঝাড়খণ্ডে মাওবাদীদের সাথে সংঘর্ষে সেনাসহ নিহত ৩ বগুড়ায় শাশুড়ি ও পুত্রবধূকে গলা কেটে হত্যা

বারবার আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল, ২০২৩,  2:42 PM

news image

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সকলের ধারণা হঠাৎ করে বড়-বড় মার্কেটে একযুগে অগ্নিসংযোগ হচ্ছে। এটা নাশকতা মূলক কাজ কিনা তা খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৬ এপ্রিল) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা অডিটোরিয়ামে ২২/২৩ অর্থবছরে অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি,আর) কর্মসূচি আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক দ্বিতীয় পর্যায়ে বরাদ্দের চেক ও ঢেউটিন বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আ ক ম মোজাম্মেল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এদেশে একটি লোকও না খেয়ে থাকবে না। যাদের জমি নেই, ঘর নেই। তাদেরকে জমি ও ঘর দেওয়া হয়েছে। এ সময় তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী রেজাউল করিম রাসেল প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান, উপজেলা বাস্তবায়ন প্রকল্প কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম