বামনায় বিএনপি নেতা আবুল কালাম আজাদের মাতা ইন্তেকাল করেছেন
১৪ অক্টোবর, ২০২৫, 12:59 PM
NL24 News
১৪ অক্টোবর, ২০২৫, 12:59 PM
বামনায় বিএনপি নেতা আবুল কালাম আজাদের মাতা ইন্তেকাল করেছেন
মাসুদ রেজা ফয়সাল: বরগুনা জেলার বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ও বামনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির হিতৈষী সদস্য এবং বামনা সদর মসজিদের সভাপতি জনাব আবুল কালাম আজাদের মাতা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার (১৩ অক্টোবর ২০২৫) দুপুরে তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার মরহুমার নামাজে জানাজা সোনাখালী ফায়জুল উলুম কওমী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মণি, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান, জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ রুহুল আমিন শরীফ, ব্যবসায়ী, মো. সালাউদ্দিন হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস কামাল, উপজেলা জামায়াতে ইসলামির আমির হাফেজ মাওলানা মো. সাইদুর রহমান ও সেক্রেটারি মো. সাইফুল্লাহ মানসুর, বে-সরকারি সংস্থা ‘সেতুবন্ধন’-এর পরিচালক তানিয়া সুলতানাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধি। তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।