বামনায় পলিথিন প্লাস্টিক ব্যবহার দূষন প্রতিরোধে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
১৭ নভেম্বর, ২০২৫, 3:54 PM
NL24 News
১৭ নভেম্বর, ২০২৫, 3:54 PM
বামনায় পলিথিন প্লাস্টিক ব্যবহার দূষন প্রতিরোধে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
মাসুদ রেজা ফয়সালঃ হেলভেটাস কো-অপারেশন ও জার্মান সরকারের আর্থিক সহযোগিতায়, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের বাস্তবায়নে, ইকো সুন্দরবন প্রকল্পের আয়োজনে। আজ ১৭ /১১/২০২৫ রোজ সোমবার বেলা ১১ ঘটিকায় বরগুনা বামনা উপজেলার হলতা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তন হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্হা রূপান্তরের আয়োজনে সুন্দরবণ রক্ষায় এই প্রকল্পের অধীনে ১৭ টি উপজেলায় ১৭ টি যুব নেটওয়ার্ক কাজ করে তাদের এলাকায় প্রচারাভিযানের মাধ্যমে প্লাস্টিক বর্জের ক্ষতিকর প্রভাব এবং দূষণ প্রতিরোধে করণীয় সম্পর্কে পলিথিন প্লাস্টিক ব্যবহার দূষন প্রতিরোধে ব্যাবসায়ী ও ইয়ুথদের সাথে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্বের অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দর বন যা বাংলাদেশ ও ভারত জুড়ে বিস্তৃত। সুন্দর বনের ৬০% এলাকা বাংলাদের উপকূলীয় অঞ্চল জুড়ে অবস্হিত বিশেষত খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর ও বরগুনা জেলা উপকূলীয় এলাকা সূরক্ষা ও প্রাকৃতিক ভারসম্য রক্ষায় সুন্দর বন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় ৩০ লক্ষ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে সুন্দরবনের বনজ ও জলজ সম্পদের উপর নির্ভরশীল। ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার সুন্দর বন সংলগ্ন ১০ কিঃ মিঃ এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে। এ এলাকার মানুষের অপরিকল্পিত কার্যক্রমের কারণে ৫ টি জেলার ১৭ টি উপজেলাকে অন্তর্ভুক্ত করে মানুষের কারনে দূষন বাড়ছে বিশেষত প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের ফলে। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ কামাল তালুকদার প্রধান শিক্ষক হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, মোঃ শাহজাহান (অঃ) প্রধান শিক্ষক ও সভাপতি শিক্ষক সমিতি বামনা, বরগুনা, মোঃ শফিকুল ইসলাম রাজা ইউপি সদস্য ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ,মোঃ হাফিজুর রহমান সঃ শিক্ষক হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিঃ প সাধারণ সম্পাদক শিক্ষক সমিতি, মোসাঃ ফারজানা ইয়াসমিন সঃ শিক্ষক হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, সঞ্জিব কুমার ইউপি সদস্য ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ, মোসাঃ নাজমা ইউপি সদস্য ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ,মোঃ মাসুদ রেজা ফয়সা সাংবাদিক, বরগুনা জেলা সন্ময়কারী অনুপ রায় ইকো সুন্দর, মোঃ খলিলুর রহমান কো-অর্ডিনেটর বরগুনা জেলা, মো: নাসির মোল্লা, সভাপতি মফস্বল সাংবাদিক ফোরাম, বরগুনা প্রমুখ।