ঢাকা ২৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
দেশের কৃষিজমি দ্রুত হ্রাস পাচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৬৩৩ নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত: রিজভী উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন শেখ হাসিনার প্লট দুর্নীতি মামলার রায়ের তারিখ ঘোষণা ৭০ বছর বয়সে কোরআন হিফজ করলেন সৌদি নারী শাজাহানপুরে এক নারীর ঝুলন্ত ও তার দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ বিসিএস প্রার্থীদের ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফশিল: ইসি সানাউল্লাহ পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে কাজ করার আহ্বান সিইসির

বামনায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ র‍্যালি আলোচনাসভা ও হাত ধোয়া প্রদর্শনী

#

১৬ অক্টোবর, ২০২৫,  4:48 PM

news image

মাসুদ রেজা ফয়সালঃ আজ বুধবার (১৬ অক্টোবর ২০২৫) বেলা ১১টায় বরগুনার বামনা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দ্বিপক চন্দ্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ পলাশ আহমেদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাঃ ফারজানা তাসমিন, বন বিভাগ কর্মকর্তা মোঃ সাইদুর রহমান আকন মানিক, মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ জাফরিন জাহান, ২নং বামনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, পূর্বসফিপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আব্দুল মালেক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বামনা সদর রশিদ ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মোঃ হারুনুর রশিদ এবং বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাঃ পারভীন বেগম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, “নিজেকে ও অন্যকে সুস্থ রাখতে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে অন্তত একদিন শিক্ষার্থীদের হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া উচিত। বক্তারা আরও বলেন,হাত ধোয়া শুধু ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষা নয়, সমাজের সার্বিক স্বাস্থ্য সুরক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। তাই সবাইকে এই অভ্যাসে উদ্বুদ্ধ করতে হবে। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম