ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৩
সংবাদ শিরোনাম
আরপিএমপি'র মাদক বিরোধী অভিযানে গ্রেফতার-১৫ ভোলা-৩ আসনে প্রধানমন্ত্রীর জন্মদিনের পোস্টার লাগানোর সময় সন্ত্রাসী হামলা সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী ও শেখ হাসিনার জন্মদিনে আ.লীগের দোয়া মাহফিল “বাজেট সংকটে নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইইউ” তামিম ইস্যু নিয়ে ক্ষোভে ফুঁসছেন ভক্তরা বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে র‌্যালি বিএনপি ক্ষমতা এলে দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে: ওবায়দুল কাদের নির্বাচনী ইশতেহারে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দেওয়া হবে’: ড. আবদুর রাজ্জাক একনজরে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি

বাগেরহাটে চুরি হওয়া ৭০ ভরির স্বর্ণালংকারের মধ্যে তিন ভরি উদ্ধার, গ্রেপ্তার ২

#

নিজস্ব প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর, ২০২৩,  2:12 PM

news image

বাগেরহাটে দেওয়াল কেটে স্বর্ণের দোকান থেকে চুরি হওয়া ৬৫ থেকে ৭০ ভরি স্বর্ণের মধ্যে ৩ ভরি ৬ আনা স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। স্বর্ণ চুরির সাথে জড়িত ২ চোরকে আটক করা হয়েছে। আটককৃতদের স্বর্ণ চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এর সাথে জড়িত অন্য সদস্য ও অবশিষ্ট স্বর্ণ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার কেএম আরিফুল হক। আটককৃতরা হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার মধ্য খোন্তাকাটা গ্রামের মৃত হারেজ খানের ছেলে নান্না মিয়া (৫২) এবং একই গ্রামের আব্দুর রহমান হাওলাদারের ছেলে আব্দুল মালেক হাওলাদার (৪০)। এদের মধ্যে নান্নার বিরুদ্ধে এর আগে দুটি এবং আব্দুল মালেক হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৮টি মামলা রয়েছে। আটককৃতদের কাছ থেকে ৩ ভরি ৬ আনা স্বর্ণালংকার, চুরির কাজে ব্যবহৃত লোহার রড, স্ক্রু ড্রাইভার, সেলাই রেঞ্জ, লোহা কাটা করাত, হ্যান্ড গ্লাভস, ২টি কাটিং প্লাস উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, শনিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টা ৩৫ মিনিটে খুলনার রুপসা থানার রহিমনগর এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের সাথে আরও কয়েকজন জড়িত আছে। তাদের গ্রেপ্তার ও অবশিষ্ট স্বর্ণালংকার উদ্ধার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা। গেল ২৫ আগস্ট গভীর রাতে বাগেরহাট শহরের রেলরোডস্থ প্রবির কুমার সরকারের প্রনব জুয়েলার্সের দেওয়াল কেটে স্বর্ণালংকার চুরি করে দূবৃত্তরা। পরে ২৬ আগস্ট প্রনব জুয়েলার্সের মালিক প্রবির কুমার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় আনুমানিক ৬৫ লক্ষ টাকা মূল্যের ৬০ থেকে ৭০ ভরি স্বর্ণালংকার, তিন লক্ষ টাকা মূল্যের নাকফুল, আংটি ও লকেট চুরি যাওয়ার কথা উল্লেখ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম