ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মন্ডলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর আগস্টে সড়কে ঝরেছে ৪৭৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি ৬ সংস্কার কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৯ লাখ টাকা দিলো ইসি ট্রাফিক সমস্যা ও চাঁদাবাজি বন্ধে ডিএমপিকে একগুচ্ছ নির্দেশনা ঢাবি ও জাবিতে দু’জনকে পিটিয়ে হত্যা, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক ঢাবির হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে যেসব কারণে দাম কমছে না ইলিশের

বাগমারায় তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, কয়েকদিন আশার খবর

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুলাই, ২০২২,  3:42 PM

news image

রাজশাহীর বাগমারায় বিদ্যুতের কাংখিত সেবা না পেয়ে তীব্র গরমে অতিষ্ট হয়ে পড়ছে জনজীবন। দিনে দিনে লোডশেডিং এর মাত্রা বেড়েই চলেছে। এখন আর আগের মতো মাঝেমদ্ধ্যে যাচ্ছে না বিদ্যূত, মাঝে মদ্ধ্যে আসছে। মঙ্গলবার(৬ জুলাই) রাত ৮ টায় বিদ্যুৎ চলে যাওয়ার পর বাগমারা বাসির ঘুম নষ্ট হয়ে যায়, পরে বিদ্যুতের দেখা মিললেও, তা বেশি সময় থাকে না। এভাবেই চলে সারারাত এবং দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ বিহীন। বিদ্যুতের অভাবে ফ্যানের পাখা না ঘুরায় গরমে অতিষ্ট হয়ে সারারাত জেগে পার করেন হাজার হাজার সাধারণ জনগন। এই ভোগান্তি  চলমান থাকায় হতাশ হয়ে পড়েছেন বাগমারার বিদ্যূত গ্রাহকেরা। বাগমারার বাসিন্দা রায়হান সরকার,মহাসিন আলী, এমরান আলী, মোবারক হোসেন, সহ অসংখ্য ভুক্তভোগি গ্রাহকেরা অভিযোগ করে বলেন, আমরা বাংলাদেশ পল্লী বিদ্যুতের নিয়ম অনুসারে বিল প্রদান করে থাকি, অথচ শতভাগ বিদ্যুৎ সেবাতে ব্যর্থ থাকার পরেও আমাদের কোন কারনে বিদ্যুৎ বিল পরিশোধে দেরি হলে গুণতে হয় জরিমানা এবং কোন অনিয়ম হলে তারা দ্রুত এসে আমাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে থাকে। এই তীব্র গরমে আমরা বিদ্যুতের ভেলকিবাজিতে চরম কষ্টে আছি। আমাদের পরিবারের ছোট বাচ্চারা রাতভর জেগে কান্নাকাটি করছে। আমরা যারা অটো চালিয়ে সংসার চালায় তারা চার্জের অভাবে ঠিকমতো চালাতে পারছিনা। মিল-কারখানা গুলোতে দিনব্যাপী মজুরি প্রদান করার পরেও বিদ্যুতের অভাবে তেল, চাল তৈরিতে বাধা গ্রস্থ্য হতে হচ্ছে। এতে করে আয়ের পথে বাধা অপরদিকে শ্রমিকদের মজুরি দিতে হিমশিম খেতে হচ্ছে।এভাবে বিদ্যুতের ভোগান্তি থাকলে আমরা আগামী দিনে না খেয়ে মরতে হবে সাথে গরমের কারনে পরিবারের সদস্যদের ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হতে হবে। বাগমারা একটি বৃহৎ উপজেলা এর মধ্যে আবাসিক, বাণিজ্যিক, সেচ, শিল্প, দাতব্য প্রতিষ্ঠান, রাস্তার বাতি, পানির বাল্ব ও অন্যান্য কাজে প্রয়োজন কাঙ্খিত বিদ্যূত।  এ বিষয়ে বাগমারা পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মিনারুল ইসলাম মিনার বলেন,রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে বিশ্বব্যপী জ্বালানি তেল, গ্যাস সংকট সহ অতিরিক্ত মূল্যের কারনে সারাদেশব্যাপী এমনটা হচ্ছে। তবে আশার খবর ঈদের কারনে অনেক অফিস,কলকারখানা বন্ধের জন্য লোডশেডিং কম থাকবে। বিদ্যূতের লোডশেডিং এর সময় বেধে দেওয়ার পরিকল্পনাকে স্বাগত জানিয়ে তিনি সবাইকে বিদ্যূত সাশ্রয়ী করার অনুরোধ জানান।আজ দিনের বেলায় বাগমারায় চাহিদামত বিদ্যূত উৎপন্ন ছিল সেটা ভবানীগঞ্জে-১০.৫ তাহেরপুরে-২, হাটগাঙ্গোপাড়ায়-৫ ও রাতের বেলায় তা বেড়ে দাড়ায় ভবানীগঞ্জে-১৬ তাহেরপুরে-৫ ও হাটগাঙ্গোপাড়ায়-৭ মেগাওয়াট বিদ্যুৎ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম