ঢাকা ০১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
কাপাসিয়ায় মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ লক্ষ্মীপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনের বার্ষিক সুন্নি এস্তেমা ভোটকেন্দ্র দখল করলে একজনও বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী বগুড়া বিএনপির ঘাঁটি, এর দায়িত্ব আপনাদের সঁপে দিলাম: তারেক রহমান জামায়াতের মুখে একটা, আর গোপনে বৈঠক করে ভারতের সঙ্গে: চরমোনাই পীর ভুটানের জালে ১১ গোল দিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ: আইসিসি-বাংলাদেশ দ্বন্দ্বে নিজেদের অবস্থান পরিষ্কার করল শ্রীলঙ্কা ৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরাইল বগুড়ায় জেলা বিএনপির মতবিনিময় সভায় তারেক রহমান বিএনপি সরকারে গেলে পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট দেবে: মাহদী আমিন

বাইডেনের হুমকির ২৪ ঘণ্টা না যেতেই ইয়েমেনে ফের হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জানুয়ারি, ২০২৪,  11:07 AM

news image

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ফের হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট। আগের দিন শুক্রবারও দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো ইয়েমেনের বিভিন্ন শহর লক্ষ্য করে হামলা চালালো পশ্চিমা জোট। এর আগেই ইয়েমেনে 'প্রয়োজনে' আবারও হামলার হুমকি দিয়ে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কর্মকর্তারও ইয়েমেনে শনিবারের (১৩ জানুয়ারি) এই হামলার কথা স্বীকার করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। তাছাড়া ইয়েমেনের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন আল-জাজিরার এক সাংবাদিক। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় অনেকে পোস্ট দিয়েছেন। সেগুলো থেকে জানা গেছে, শনিবার ভোরে দেশটির রাজধানী সানার পাশেই একটি বিমানঘাঁটিতে হামলা হয়েছে। এ ছাড়া উপকূলীয় হোদেইদাহ শহরেও বিমান হামলা করেছে মার্কিন জোট। আগের দিনের হামলায় অন্তত পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার ভোরে ইয়েমেনের কয়েকটি শহরে হামলা হওয়ার তথ্য নিশ্চিত করেছিলেন হুতি কর্মকর্তা আবদুল কাদের আল-মোরতাদা। ওই হামলার পর এক বিবৃতিতে আবারও হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার হামলা পরবর্তী ওই বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, লোহিত সাগরে হুতিদের সাম্প্রতিক আক্রমণ মার্কিন সেনা, বেসামরিক নাবিক এবং আমাদের অংশীদারদের বিপন্ন করছে, বাণিজ্যকে হুমকির মুখে ফেলেছে এবং নৌ চলাচলের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে। ওয়াশিংটন এবং তার মিত্ররা আমাদের সেনাদের ওপর আক্রমণ আর সহ্য করবে না এবং সমুদ্রে নৌ চলাচলের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার সুযোগও শত্রুদেরকে আর দেওয়া হবে না। প্রয়োজনে আরও হামলার নির্দেশ দিতেও সংকোচ বোধ করব না। আর ইয়েমেনে হামলার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করা হয়েছিল হুতিদের পক্ষ থেকে। প্রথম হামলার পর ইয়েমেনে হুতিদের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-ইজি বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে এই নির্লজ্জ আগ্রাসনের জন্য চরম মূল্য দিতে হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম