ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানে ১৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সেনা কর্মকর্তা রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান শরিকদের আরও ৭ আসন ছেড়ে দিল বিএনপি তারেক রহমান দেশে ফিরে আগে মায়ের সঙ্গে দেখা করবেন : সালাহউদ্দিন ওসমান হাদির ঘটনায় হাইকমিশনারকে যে বার্তা দিল ভারত ওসমান হাদিকে ‘গিনিপিগ’ বললেন বিএনপি নেত্রী, সমালোচনার ঝড় মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতির মেয়াদ আরও বাড়ল কুড়াল হাতে সেই যুবকসহ গ্রেপ্তার আরও ১০ জন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: ভোলার থেকে ঢাকা যাবেন প্রায় পঞ্চাশ হাজার বিএনপি নেতাকর্মী

বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, মন্ত্রীদের দায়িত্বশীলভাবে বক্তব্য দিতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০২২,  9:20 PM

news image

দেশে এখন পদ্মা সেতু থেকে শুরু করে পায়রা বন্ধর, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রসহ আমাদের যেসব মেঘা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তাতে করে বাংলাদেশ কিন্তু সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৭৩ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এসময় তিনি আরও বলেন, জনগনকে ভালো রাখার জন্য এবং তাদের জীবন মান বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা সকলেই বিশ্বাস করি বাংলাদেশকে একটি নিন্ম আয়ের দেশ থেকে বেড় করে এনে উন্নয়নশীল দেশে পরিনত করা হয়েছে, বাংলাদেশ এখন ব্যাপকভাবে এগিয়ে গেছে এবং সারা বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে।

এছাড়া যে পরিমান সম্পদ তৈরী করেছে এই সরকার, মানুষের সুন্দর জীবন যাপনের বিষয়ে আমরা যে চিন্তা করেছি এবং বাস্তবায়নের জন্য কাজ করছি তা কিন্তু চোখে পড়ার মতো। বর্তমান সময়ে মন্ত্রীদের বিভিন্ন বক্তব্যের বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকারের মন্ত্রীদের দায়িত্বশীল ভাবে বক্তব্য দিতে হবে এমন। সরকারকে বিব্রতকর অবস্থায় পড়তে হয় এমন কোন বক্তব্য  দেয়া যাবেনা। তাদের বক্তব্যে যাতে দেশের মানুষ কোন কষ্ট না পায়।  জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের জনগণের ভোটে ক্ষমতায় এসেছে তাই সরকার সবসময় দেশের মানুষের পাশে থাকে। বিশে^র অনেক দেশের সাথে আওয়ামী লীগ সরকারের সম্পর্ক অনেক ভালো হওয়ায় একটি মহল বিষয়টি নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন বলেও জানান তিনি। এদিকে ৭৩ তম বুণিয়াদি প্রশিক্ষন কোর্সের সমাপনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়্যালি অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আলী আজম, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর রমেন্দ্র নাথ বিশ্বাস উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম