বাংলাদেশের রাজনৈতিক অভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করতে পারে না: ফখরুল
নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট, ২০২৩, 12:01 PM

নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট, ২০২৩, 12:01 PM

বাংলাদেশের রাজনৈতিক অভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করতে পারে না: ফখরুল
বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রকে ভারত যে কূটনীতিক বার্তা দিয়েছে তা অপ্রত্যাশিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৯ আগস্ট) সকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের সমালোচনা করে ফখরুল বলেন, ভারতের মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কাছে এটা আশা করা যায় না। দেশের মানুষ কী চায় নিশ্চয়ই সেটা ভারত দেখবে। ভারত যদি তার অবস্থানে অনড় থাকে তবে তা এ অঞ্চলের জন্য শুভকর হবে না। বিএনপি মহাসচিব আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক অভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করতে পারে না। দেশে কখনোই মৌলবাদের উত্থানের কোনো আশঙ্কা নেই। কখনও ছিল না। এই সরকার বাংলাদেশের মানুষকে জিম্মি করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। বেগম খালেদা জিয়াকে সরকার মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে অভিযোগ করে বিদেশে চিকিৎসার দাবি তোলেন মির্জা ফখরুল। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।