ঢাকা ১১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৭ তিন খাতে বরাদ্দ বন্ধ করে দিল সরকার বন্যাদুর্গত এলাকায় বিদ্যুৎ নেই, বন্ধ মোবাইল নেটওয়ার্ক মাদরাসা বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫ পাসের হারে শীর্ষে রাজশাহী, পিছিয়ে বরিশাল এসএসসিতে এবার প্রকৃত পাসের হার পাওয়া গেছে: এহসানুল কবীর এসএসসির ফল প্রকাশ: ১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ এসএসসি ও সমমানে পাসের হার ৬৮.৪৫ শতাংশ স্ত্রীকে খুন করে ১১ টুকরো করে গ্রিল কেটে পালালেন স্বামী ১৫ বছরের লুটপাট তদন্তে বাংলাদেশ ব্যাংকের তিন সাবেক গভর্নরের নথি তলব

বাংলাদেশের পরিবর্তে আগস্টে শ্রীলংকা সফর করতে পারে ভারত

#

স্পোর্টস ডেস্ক

১০ জুলাই, ২০২৫,  11:19 AM

news image

সিরিজ আয়োজনে লংকান বোর্ডের প্রস্তাব

ভারতের বাংলাদেশ সফর বাতিলের পর আগামী আগস্টে স্বল্প পরিসরের সাদা-বলের সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের কাছে ইতোমধ্যেই এ প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এখনো বিসিসিআই আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। বৃহস্পতিবার (১০ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ। প্রস্তাবিত সূচিতে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে, যা বাংলাদেশ সফরের পরিবর্তে অনুষ্ঠিত হতে পারে। তবে বিসিসিআই-এর চূড়ান্ত সিদ্ধান্ত এশিয়া কাপের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। বিশেষ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নেতৃত্বাধীন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এ সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। বিসিসিআই-এর এক সূত্রকে উদ্ধৃত করে ক্রিকবাজ জানিয়েছে, ‘শ্রীলংকার পক্ষ থেকে প্রস্তাব এসেছে, তবে এখনো সিদ্ধান্ত নেই। এশিয়া কাপের পরিস্থিতি দেখতে হবে। সবকিছু একে অপরের সাথে জড়িত।’ তবে এর অর্থ এই নয় যে শ্রীলঙ্কা সিরিজ এবং এশিয়া কাপ একসাথে হতে পারবে না। বিসিসিআই খেলোয়াড় এবং কোচদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে। বিসিসিআই সচিব দেবজিত শইকিয়া চলতি সপ্তাহে লর্ডস টেস্ট উপলক্ষে লন্ডনে অবস্থান করবেন। সেখানে দলের হেড কোচ গৌতম গম্ভীর, প্রধান নির্বাচক অজিত আগারকর এবং খেলোয়াড়দের সাথে আলোচনা হতে পারে। আলোচনা শেষে শ্রীলংকার প্রস্তাবের বিষয়ে বিসিসিআই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবিত সিরিজে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ওয়ানডে ম্যাচে দেখা যেতে পারে। দুজনই টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এবং বর্তমানে কেবল ওয়ানডে খেলছেন। মূলত ভারত ১৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বাংলাদেশে ৬টি সাদা বলের ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু আন্তর্জাতিক ব্যস্ততা ও সূচি সমন্বয়ের কারণে দুই বোর্ড তা স্থগিত করেছে। যা আগামী বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। এদিকে এশিয়া কাপের বিষয়ে ২-৩ দিনের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে। ১০ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপের সম্ভাব্য সূচি নির্ধারিত রয়েছে, তবে ভারত সরকারের অনুমোদন প্রয়োজন। অনুমোদন মিললেই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম