বাঁশখালীতে বর্গা গরু নিয়ে প্রতারণাকারী দুই পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
২৮ এপ্রিল, ২০২৩, 9:43 PM
NL24 News
২৮ এপ্রিল, ২০২৩, 9:43 PM
বাঁশখালীতে বর্গা গরু নিয়ে প্রতারণাকারী দুই পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
বাঁশখালী প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে মামলার পরোয়ানাভুক্ত ২ আসামীকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। ২৬ এপ্রিল (বুধবার) রাতে বাঁশখালী উপজেলার বাহারচড়া ইউনিয়নের বাশখালা গ্রামের ৪ নং ওয়ার্ডের মৃত্যু শামসুল ইসলাম ছেলে প্রতারক মোঃ আজগর আলী (৫০) এবং আজগর আলীর পুত্র মোঃ রাসেল (২৭) এর বিরুদ্ধে একটি ফৌজদারি মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় ওই গ্রেফতারী পরোয়ানা মুলে আসামীদের তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। মামলা বাদী মোঃ জয়নাল আবেদীন জানান, গ্রেফতারকৃত আসামী আজগর আলী আমাদের পোল্ট্রি ও ডেইরি ফার্মে কাজ করত এবং আসামীর মেয়ে মারুফা আকতার আমাদের বাসায় কাজ করত বিধায় সেই সুবাদে তারা দিনদিন আমাদের কাছে আস্থা অর্জন করেছে,মোটামুটি ভাবে তাদের প্রতি আমাদের বিশ্বাস খুব বেশি ছিলো।
আসামীরা আমাদের বিশ্বাস ও সরলতার সুযোগে আমাদের পোল্ট্রি ও গরুর ফার্ম(ডেইরি ফার্ম)থেকে ২টি গরু বর্গা হিসেবে নিতে আগ্রহ প্রকাশ করে,পরে তাদের ওই প্রস্তাবে আমি সম্মত হয়ে আনোয়ারা সরকার হাট থেকে বিগত একবছর পূর্বে লাল বর্ণের দুইটি(২টি ষাড়গরু) কিনে দিই,যাহার ক্রয় মূল্য ছিলো ১ লাখ ৭৫ হাজার টাকা। বর্গা দেওয়া কালে তাদের সাথে আমাদের মৌখিক চুক্তি ছিলো যে,কোরবানী পর্যন্ত ওই গরু ২টি তারা লালন- পালন করে কোরবানীর সময় বিক্রি করে গরুর ক্রয় মূল্য(১ লাখ ৭৫ হাজার টাকা) বাদীকে ফেরত এবং বিক্রি করে পাওয়া লাভের অংশ দুই ভাগে সমান ভাগ করে এক ভাগ বাদী এবং একভাগ বর্গা গ্রহীতা( অর্থাৎ আসামীরা) ভোগ করার থাকলেও আসামীরা প্রতারণার আশ্রয় নিয়ে বাদীর অবর্তমানে (অর্থাৎ বাদীকে নাজানিয়ে গোপনে) উক্ত গরু ২টি দুই লাখ ৬৫ হাজার টাকা বিক্রি করে সমস্ত টাকা আত্মসাৎ করে ফেলে আসামীরা।
পরে বিষয়টি বাদী জানিতে পারিলে আসামীদের কাছ থেকে উক্ত বর্গাকৃত দুইটি গরুর টাকা দাবি করে বাদী জয়নাল। এতে আসামীরা প্রাথমিক ভাবে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে প্রতারণার আশ্রয় গ্রহণ করে টাকা না দেয়ার উদ্দেশ্যে বাদীর পিতা স্থানীয় পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিনের পরিবারের সুনাম ক্ষুন্ন করা ও বাদীকে হয়রানি করার জন্যে বাদীর ছোট ভাই মোঃ নিজাম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মিথ্যা মামলাও দায়ের করে আসামীরা। পরিশেষে বর্গাদাতা জয়নাল আবেদীন নিরুপায় হয়ে আসামীদের কাছ থেকে বর্গাকৃত ওই গরুর টাকা আদায় করতে আজগর আলী, মর্জিনা আক্তার ও মোঃ রাসেলসহ আসামীদের বিরুদ্ধে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন বাদী জয়নাল।এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তদন্তের জন্য পুলিশ কে দায়িত্ব দেন তদন্তের প্রেক্ষিতে ঘটনার সত্যতা পাওয়ায় উক্ত মামলাটি আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।আদালতের দেয়া সেই গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মামলার দুই আসামী মোঃ আজগর আলী এবং মোঃ রাসেলকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে বলে জানান বাহারচড়া পুলিশ ফাঁড়ি ভারপ্রাপ্ত ইনচার্জ (ইন্সপেক্টর) এস.আই মুজিবুর রহমান।