ঢাকা ০১ মে, ২০২৫
সংবাদ শিরোনাম
আজ মহান মে দিবস, শ্রমিকের অধিকার আদায়ের দিন নাগরিকদের বড় সুখবর দিল সরকার শিগগিরই শ্রম আইন সংশোধন করা হবে: জানালেন উপদেষ্টা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাইকোর্ট দৌলতপুরে আকাশে উড়ছে পদ্মার পানি, ভিডিও ভাইরাল প্যারোলে মুক্তি চেয়ে দীপু মনির আবেদন গরমে চুলের তেলতেলে ভাব দূর করার টোটকা হিন্দু-মুসলিম আমরা এক বৃন্তে দুটি ফুল : মির্জা ফখরুল ২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না : প্রধান উপদেষ্টা অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

বর্ষবরণের উৎসব ঘিরে নিরাপত্তায় ব্যাঘাত ঘটবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল, ২০২৫,  4:32 PM

news image

বর্ষবরণের উৎসব ঘিরে নিরাপত্তায় ব্যাঘাত ঘটবে না বলেও আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বছর ব্যাপক আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেজন্য যা যা করা প্রয়োজন সেসব করা হচ্ছে। তিনি আরও বলেন, নববর্ষ উদযাপনে ঢাকার ক্ষেত্রে ডিএসপি এবং অন্যান্য জেলার ক্ষেত্রে সেখানকার পুলিশ সুপাররা প্রয়োজন বুঝে ব্যবস্থা নেবেন। বাটাসহ বিভিন্ন বিদেশি কোম্পানির দোকানে ভাঙচুরের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সারাদেশের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। যারা এসব ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এক প্রশ্নের জবাবে বলেন, নববর্ষের শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা হবে কি না এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে। সেখান থেকেই ১০ তারিখে সিদ্ধান্ত হবে। তিনি আরও বলেন, এবারের উৎসবে প্রচুর জনসমাগম হবে। বিভিন্ন জায়গায় মেলাও হচ্ছে, বাঙালি ছাড়াও ২৬টি জাতিগোষ্ঠী এতে অংশগ্রহণ করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম