ঢাকা ২৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
দেশের কৃষিজমি দ্রুত হ্রাস পাচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৬৩৩ নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত: রিজভী উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন শেখ হাসিনার প্লট দুর্নীতি মামলার রায়ের তারিখ ঘোষণা ৭০ বছর বয়সে কোরআন হিফজ করলেন সৌদি নারী শাজাহানপুরে এক নারীর ঝুলন্ত ও তার দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ বিসিএস প্রার্থীদের ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফশিল: ইসি সানাউল্লাহ পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে কাজ করার আহ্বান সিইসির

বরিশাল -৪ আসনে ব্যারিষ্টার এ এম মাছুম এর গণসংযোগ

#

১৮ অক্টোবর, ২০২৫,  10:09 PM

news image

আহসানুল হক সাদ্দাম: বরিশাল -৪ আসনে জাতীয়তাবাদী দল বিএনপির জোড়ালো মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার এ এম মাছুম শত শত নেতাকর্মী নিয়ে দিনভর গণসংযোগ এবং গ্রামের ঐতিহ্য ও জনপ্রিয় ফুটবল  খেলা উদ্বোধন করেছেন। শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া, দক্ষিণ উলানিয়া,   কাজীরহাট এবং ধুলখোলা ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে গণসংযোগ, লিফলেট বিতরণ, ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সকলের দোয়া ও সমর্থণ কামনা করেন তিনি।অপরদিকে বিকাল সাড়ে ৩টায় কাজীরহাট থানার একতা ডিগ্রি কলেজ মাঠে গ্রামের ঐতিহ্য ও জনপ্রিয়তা ফিরিয়ে আনতে স্থানীয়ভাবে ফুটবল  টুর্নামেন্ট খেলা উদ্বোধন করেন। হিজলা উপজেলার বাসিন্দা ব্যারিষ্টার এ এম মাসুম এর প্রচার প্রচারণায় বেশ ভালো সাড়া পড়েছে। তিনি জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।এছাড়াও, তিনি পুঁজিবাজার এবং আইনি বিষয় নিয়েও কাজ করেন এবং সামাজিক কর্মকাণ্ডে ও যুক্ত রয়েছেন। তিনি  ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন এই অঞ্চলে মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। এলাকার অসহায় দুঃস্থ গরিব মানুষের মাঝে দীর্ঘদিন গরু ছাগল সহ বিভিন্ন উপহার সামগ্রী দান করেন। দীর্ঘদিন হিজলা-মেহেন্দিগঞ্জে সামাজিক কর্মকান্ড এবং মানবিক সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছেন। একজন স্বচ্চ এবং আদর্শবান ব্যাক্তি হিসাবে সুপরিচিত। অনেকের মতে তাকে দল থেকে মনোনয়ন দিলে বেগ পেতে হবে না।  স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাক্ষাৎকারে তিনি বলেন, এলাকার মানুষ আমার প্রচারনায় উচ্ছাসিত এবং অনুপ্রাণিত।এই অঞ্চলের মানুষ নদী ভাঙ্গনে নিঃশ্বেষ হয়ে গেছে। তাদের দুঃখ দুর্দশা, গণ কান্না এবং আহাজারী লাগবে আমার নির্বাচনী মাঠে আসা। যদি আমার দল আমাকে যোগ্য মনে করে তাহলে আমি দলের জন্য কাজ করবো। এই জন্য যত ধরনের কাজ করতে হয় সেজন্য আমি প্রস্তুত রয়েছি। মানুষ আমার কাছে আসছে। মানুষ চায় আমি যেন তাদের প্রতিনিধি হয়ে তাদের জন্য কাজ করি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম