ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মন্ডলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর আগস্টে সড়কে ঝরেছে ৪৭৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি ৬ সংস্কার কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৯ লাখ টাকা দিলো ইসি ট্রাফিক সমস্যা ও চাঁদাবাজি বন্ধে ডিএমপিকে একগুচ্ছ নির্দেশনা ঢাবি ও জাবিতে দু’জনকে পিটিয়ে হত্যা, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক ঢাবির হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে যেসব কারণে দাম কমছে না ইলিশের

বরিশালে “বঙ্গবন্ধু ও উন্নয়ন ভাবনা” শীর্ষক আলোচনা সভা

#

২৬ জুন, ২০২২,  9:34 PM

news image

ক্যাপসনঃ বরিশালে “বঙ্গবন্ধু ও উন্নয়ন ভাবনা” শীর্ষক আলোচনা সভায় উপস্থিত মূখ্য আলোচক বরিশাল বিশ্বিবদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোঃ ছাদেকুল আরেফিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।


মাছউদ শিকদার: বরিশালে “বঙ্গবন্ধু ও উন্নয়ন ভাবনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুন) বিভাগীয় প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান এর সভাপতিত্বে সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্বিবদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোঃ ছাদেকুল আরেফিন। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার খোন্দকার আনোয়ার হোসেন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, সদ্য পদন্নতীপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম,

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, বিএম কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোঃ গোলাম কিবরিয়াসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী, এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ। মূখ্য আলোচকের বক্তৃতায় বরিশাল বিশ্বিবদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোঃ ছাদেকুল আরেফিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন অবহেলিত বাঙালি জাতির অধিকার-মর্যাদা রক্ষা ও ঐক্যবদ্ধ করার জন্য যুদ্ধ করে গেছেন। তিনি গ্রহণ করেছিলেন স্বপ্নের সোনার বাংলাদেশ বির্নিমাণে উন্নয়নের মহাপরিকল্পনা। বঙ্গবন্ধুর নেওয়া সেই উন্নয়নের মহাপরিকল্পনা আজ বাস্তবায়ন করছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন তারই উদাহরণ। পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাঙালী জাতি আজ আত্মমর্যাদার জাতিতে পরিনত হয়েছেন। সভাপতির বক্তৃতায় বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান বলেন, বাংলাদেশের উন্নয়নে সুদূরপ্রসারী চিন্তাভাবনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই লক্ষেই দেশে আজ সার্বিকভাবে কাঙ্খিত উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নকে আরো গতিশীল করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম