বরিশালে পুনাক’র ঈদ পুন:র্মিলনী অনুষ্ঠিত
২৭ এপ্রিল, ২০২৩, 9:56 PM
NL24 News
২৭ এপ্রিল, ২০২৩, 9:56 PM
বরিশালে পুনাক’র ঈদ পুন:র্মিলনী অনুষ্ঠিত
ক্যাপসনঃ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বরিশাল জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও বার্ষিক সামাবেশের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম-বিপিএম।
মাছউদ শিকদার: পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বরিশাল জেলা শাখার ঈদ পুন:র্মিলনী ও বার্ষিক সামাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) নগরীর প্লানেট পার্কের সুগন্ধা বিলাস হল রুমে পুনাক এর আয়োজনে এ ঈদ পুনর্মিলনী ও বার্ষিক পুনাক সামাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম-বিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক এর জেলা সভানেত্রী তাহমিনা জয়নব প্রীতি। অনুষ্ঠানে র্যাফেল ড্র ও শিশুদের বিভিন্ন রাইড ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে জেলা পুলিশ ও রেঞ্জের বিভিন্ন জেলার উর্ধ্বতন কর্মকর্তাসহ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।