ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সংসদ থেকে হারিয়ে গেছে ৯০ লাখ টাকা প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী মামলায় নাম থাকলেই গ্রেপ্তার নয়: ডিএমপি কমিশনার সাবেক মন্ত্রী ফরহাদ ৫ দিনের রিমান্ডে ভারতের বিরুদ্ধে খেলতে দেশ ছাড়লেন শান্তরা মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা ভোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: দুর্যোগ উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ নেই: বিজিএমইএ

বরিশালে গৃহ নির্মান কার্যক্রমের অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

#

০৭ জুন, ২০২২,  9:49 PM

news image

ক্যাপসনঃ মঙ্গলবার (৪ জুন) বরিশালে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় চলমান গৃহ নির্মান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়াসহ অন্যান্য অতিথিবৃন্দ।


মাছউদ শিকদার: বরিশালে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় চলমান গৃহ নির্মান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউস সম্মেলন কক্ষে বরিশাল বিভাগের চার জেলার অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোঃ আহসান কিবরিয়া সিদ্দিকি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহমুদুল হক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিবের একান্ত সচিব মোঃ কায়ছারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় ভোলা, পিরোজপুর, ঝালকাঠির জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার ভূমিবৃন্দসহ পিআইওরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম