ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
রিয়া মনির মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রায়গঞ্জ ও উল্লাপাড়ায় নদী থেকে ২ জনের মরদেহ উদ্ধার বরগুনায় আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন রাজধানীতে পুলিশের গাড়িতে আগুন নির্বাচিত সংসদ ছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি সম্ভব নয়: রিজভী ১০ মাসে দেশে ঢুকেছে আরও ১ লাখ ৩৬ হাজার ৬৪০ রোহিঙ্গা বরগুনায় নতুন এসিজি ও ইয়েস সদস্যদের জন্য ‘প্যাক্টঅ্যাপ’ ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজধানীর মিরপুরে বাসে আগুন ব্রাহ্মণবাড়িয়ার গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন শাপলা চত্বরে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দুই মাসের মধ্যে দাখিলের নির্দেশ

বরগুনায় আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন

#

১২ নভেম্বর, ২০২৫,  4:25 PM

news image

মোঃ সোহানুর রহমান সৈকত: গণপ্রকৌশল দিবস ও বাংলাদেশ ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‍্যালির উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ শফিউল আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার।

র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আইডিইবি বরগুনা জেলা শাখা ভবনে এসে শেষ হয়। রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও বেলুনে সজ্জিত র‍্যালিতে অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ডিপ্লোমা প্রকৌশলী, শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রযুক্তিনির্ভর উন্নয়নে কারিগরি শিক্ষার বিকল্প নেই

র‍্যালি শেষে আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য আলোচনা সভা। সভায় বক্তারা বলেন—

“ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের অবকাঠামো নির্মাণ, শিল্পায়ন, তথ্যপ্রযুক্তি ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। জাতীয় উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশের বাস্তবায়নে তাদের অবদান অপরিসীম।” বক্তারা আরও বলেন, দেশের কারিগরি শিক্ষাকে যুগোপযোগী করতে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে। দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে উন্নত বাংলাদেশ গঠনের পথ আরও সুদৃঢ় হবে।

সভায় আইডিইবি বরগুনা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রকৌশলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির প্রার্থনা আলোচনা সভা শেষে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় এক দোয়া মাহফিল। এতে দেশের উন্নয়ন, প্রকৌশলীদের অগ্রগতি ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

উৎসবমুখর এ আয়োজনে উপস্থিত সবাই দেশের টেকসই উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর অগ্রযাত্রায় নিজেদের ভূমিকা আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। আইডিইবি বরগুনা জেলা শাখা এই দিবসটিকে কেন্দ্র করে জেলা জুড়ে নানা কর্মসূচির আয়োজন করে। অংশগ্রহণকারীদের মতে, এ আয়োজনের মাধ্যমে নবীন প্রজন্মের মধ্যে কারিগরি শিক্ষা ও প্রকৌশল পেশার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম