বরগুনায় নতুন এসিজি ও ইয়েস সদস্যদের জন্য ‘প্যাক্টঅ্যাপ’ ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
১২ নভেম্বর, ২০২৫, 3:34 PM
NL24 News
১২ নভেম্বর, ২০২৫, 3:34 PM
বরগুনায় নতুন এসিজি ও ইয়েস সদস্যদের জন্য ‘প্যাক্টঅ্যাপ’ ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : “সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে ‘প্যাক্টঅ্যাপ ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টায় হোটেল বে অব বেঙ্গল, বরগুনায় সনাক বরগুনা ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন নবনিযুক্ত সিটিজেন গ্রুপ (এসিজি) ও ইয়েস (ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট) সদস্যবৃন্দ।
🎯 প্রশিক্ষণের লক্ষ্য ও তাৎপর্য
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল নাগরিক পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করা, সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা, এবং প্যাক্টঅ্যাপ ব্যবহারের মাধ্যমে সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান প্রক্রিয়াকে ডিজিটালভাবে ত্বরান্বিত করা।
প্রশিক্ষণ উদ্বোধন করেন বরগুনা সনাকের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ বিষয়ক উপ-কমিটির আহবায়ক মনির হোসেন কামাল, যিনি বলেন—
“প্যাক্টঅ্যাপ নাগরিকদের হাতে একটি শক্তিশালী হাতিয়ার। এটি ব্যবহার করে আমরা স্থানীয় পর্যায়ে সমস্যা চিহ্নিত করতে ও সমাধানে দ্রুত উদ্যোগ নিতে পারব।”
👥 উপস্থিত অতিথিবৃন্দ
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন—
ডা. মনিজা, সহ-সভাপতি, বরগুনা সনাক
হাজী মো. হারুনর রশীদ, সদস্য, বরগুনা সনাক
হামিদা বেগম, আহবায়ক, ক্রয় উপ-কমিটি
মো. নাজমুল হোসেন খান, এরিয়া কোঅর্ডিনেটর (সিই), টিআইবি-বরগুনা
সোহানুর রহমান সৈকত, ইয়েস সদস্য
এছাড়াও উপস্থিত ছিলেন নতুন এসিজি ও ইয়েস সদস্যবৃন্দ, যারা স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে কাজ করছেন।
💻 প্রশিক্ষণের আলোচ্য বিষয়
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে-কলমে শেখানো হয়—
প্যাক্টঅ্যাপ রেজিস্ট্রেশন, লগইন ও তথ্য এন্ট্রি প্রক্রিয়া
অফলাইন ও অনলাইন ফিচার ব্যবহারের কৌশল
সমস্যা শনাক্তকরণ, বাছাই ও সমাধান উপস্থাপন প্রক্রিয়া
সাবমিশন, অনুমোদন, রিডাইরেকশন ও ফিডব্যাক ব্যবস্থাপনা
সেশন পরিচালনা করেন ইয়েস সদস্য সোহানুর রহমান সৈকত ও এরিয়া কোঅর্ডিনেটর মো. নাজমুল হোসেন খান। তাঁরা অ্যাপের ব্যবহারিক দিক এবং স্থানীয় সমস্যা সমাধানে নাগরিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
🏁 সমাপনী বক্তব্য
সমাপনী অনুষ্ঠানে সনাক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান বলেন—
“সনাক-বরগুনা শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ খাতে স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে। প্রশিক্ষণ দক্ষতা বাড়ায়, আর চর্চা সফলতা আনে। তাই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞানকে মাঠপর্যায়ে প্রয়োগ করতে হবে।”
তিনি আরও বলেন—
“আমরা যদি নিজেদের ভেতরের অনিয়ম দূর করতে পারি, তবেই সমাজে সত্যিকার পরিবর্তন আসবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা অপরিহার্য, এবং আপনাদের মাধ্যমেই দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন আরও শক্তিশালী হবে।”