বন্যায় পেছাল সিলেটে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক
১৯ মে, ২০২২, 10:18 AM
নিজস্ব প্রতিবেদক
১৯ মে, ২০২২, 10:18 AM
বন্যায় পেছাল সিলেটে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা শুক্রবার (২০ মে) দেশের ৩০ জেলায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বন্যা পরিস্থিতির কারণে সিলেট জেলার পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। বুধবার (১৮ মে) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতির কারণে আগামী শুক্রবার সিলেট জেলায় অনুষ্ঠিতব্য সহকারী শিক্ষকের লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। এই পরীক্ষাটি আগামী ৩ জুন নেওয়া হবে।সিলেট জেলা বাদে বাকি ২৯টি জেলায় যথারীতি দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। জানা গেছে, ৪৫ হাজার শিক্ষক নিয়োগের জন্য তিন ধাপে বিভিন্ন জেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে। দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষায় মোট ৪ লাখ ৮৪ হাজার ৭২৫ জন প্রার্থী অংশ নেবেন। এর আগে প্রথম ধাপের পরীক্ষায় ৪০ হাজার ৮৬২ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। আগামী ২০ মে দ্বিতীয় এবং ৩ জুন তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।